এলেক্স বড়ুয়া
বান্দরবান প্রতিনিধি
পবিত্র ঈদুল আজহার ঈদের টানা ছুটিতে বান্দরবানের পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের ভিড়। পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য দূর দূরান্ত থেকে চলে এসেছে বান্দরবানের পর্যটন স্পটে। পাহাড়ের সৌন্দর্য কেড়ে নিয়েছে পর্যটকদের মন। ঈদের খুশিতে ছোট বড় সকলেই আনন্দে মেতে উঠেছে পর্যটন স্পটে। বান্দরবানের পর্যটন স্পটগুলোর মধ্যে রয়েছে মেঘলা, শৈলোপ্রভাত, নীলাচল, নীলগিরি,চিম্বুক, দেবতা কুম,এছাড়াও রয়েছে রুমা থানচিতে বিভিন্ন ধরনের পর্যটন কেন্দ্র। সকলে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে ঈদের ছুটি কাটাচ্ছে বান্দরবানের পর্যটন কেন্দ্রগুলোতে।ঢাকার এক পর্যটকের সাথে সাক্ষাৎ করে জানতে পারলাম উনি প্রথমবারের মতোহ ঘুরতে এসেছেন বান্দরবানের পাহাড় ও ঝর্ণার সৌন্দর্য উপভোগ করার জন্য।