কালীগঞ্জে শালিকার হাতে দুলাভাইয়ের প্রাণ গেল
মাসুদ রানা নিরব,
লালমনিরহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ভোটমারী সদর পাড়া এলাকায় শালিকা'র বোনকে সন্দেহ করায় ক্ষিপ্ত হয়ে দুলাভাইকে হত্যা করেন। ঘটনাটি ঘটেছে ,গতকাল ৪ জুন বুধবার সন্ধ্যার দিকে।জানা যায়,ঐ এলাকার শওকত আলীর ছেলে দুলু। তিনি পেশায় একজন শ্রমিক। তিনি কাজ থেকে বাড়িতে ভাত খেতে এসে দেখেন তার স্ত্রী ফোনে অন্য কারো সাথে কথা বলছেন।এ কারণে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ , মারা মারি শুরু হয় হয় এবং সেখানে উপস্থিত ছিলেন এসএসসি পরীক্ষার্থী শালিকা চাঁদনী ।তার বাবার নাম মকছুদ রহমান। যখন দুলু মিয়া তার স্ত্রীকে সন্দেহ করেন এবং স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়, ঠিক তখনই শালিকা চাঁদনী এঘটনা দেখে ক্ষিপ্ত হয়ে সেলাই মেশিনে কাপড় কাটানো কাঁচি দিয়ে দুলাভাই দুলু মিয়া'র গলায় আঘাত করে। এতে দুলু মিয়া আঘাত প্রাপ্ত হলে স্থানীয় এলাকাবাসী অসুস্থ অবস্থায় উদ্ধার করেন এবং গতকাল সন্ধ্যায় দূরত কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরবর্তীতে রংপুর হাসপাতালে নিয়ে যান। কিন্তু,আজ ৫ জুন বৃহস্পতিবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।এই ঘটনার পর জেলার কালীগঞ্জ থানার পুলিশ এখানে এসেছেন। কিন্তু ঘটনা স্থল হতে শালিকা চাঁদনী পলাতক রয়েছেন।