
এলেক্স বড়ুয়া
বান্দরবান প্রতিনিধি
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বান্দরবানে গবাদি পশুর হাটগুলোতে তেমন বিক্রি নেই। কয়েকদিন ধরে টানা বৃষ্টি আর বিভিন্ন স্থানে ছোট বড় পাহাড় ধসের পাশাপাশি নদীর পানি বেড়ে বন্যার আশংকায় অনেক ব্যবসায়ীরা তাদের গরু নিয়ে হাটে আসেনি, তবে শেষ মহুর্তে অনেকেই হাটমুখী হয়েছে।ব্যবসায়ী বলছে, কয়েক বছর ধরে গো খাদ্যের মূল্যবৃদ্ধি পাওয়ায় গরু পালনে ব্যয় বেড়েছে, তাই গরুর দাম বেশ বেশী হাঁকতে হচ্ছে।এদিকে ক্রেতারা বলছে, টানা বৃষ্টিতে হাটে পর্যাপ্ত গরু না থাকায় দাম বাড়তি চাইতে অনেক গরু ব্যবসায়ী।এদিকে গরুর বাজারগুলোকে ঘিরে অপ্রীতিকর ঘটনা ও জাল টাকার বিস্তার রোধে বাজারগুলোর আশেপাশে নিরাপত্তায় নিয়োজিত রয়েছে পুলিশের সদস্যরা।