হাতীবান্ধায় বিধবা নারীকে ধর্ষণ করে সন্তান জন্ম দেওয়ার ঘটনায় যুবককে গ্রেফতার
মাসুদ রানা নিরব,
লালমনিরহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় তাসলিমা বেগম নামে এক বিধবা নারী কে ধর্ষণ করে সন্তান জন্ম দেওয়ার ঘটনায় মোঃ রাকিবুল ইসলাম (৩৫) নামে এক যুবককে, গতকাল ২ জুন সোমবার রাত ১ টার দিকে জেলার পার্শ্ববর্তী এলাকা কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের নওদাবাস এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রাকিবুল ইসলাম জেলার হাতীবান্ধা উপজেলাধীন ভেলাগুড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উত্তর জাওরানি গ্রামের বাসিন্দা।জানা যায়, হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের জাওরানি গ্রামের বাসিন্দা তাসলিমা বেগমের স্বামী,গত ৩ বছর আগে মারা যান এবং তিনি তার পৈতৃক বাড়িতে বসবাস করে আসছেন। এরপর ঐ বিধবা তাসলিমা বেগমের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন যুবক রাকিবুল ইসলাম। তারপর বিয়ের প্রলোভন দেখিয়ে ঐ বিধবা নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলেন তিনি।তারই প্রেক্ষিতে গত ২৩ মে একটি ছেলে সন্তানের জন্ম দেন ঐ বিধবা নারী। এদিকে নবজাতকের পিতৃ পরিচয়ের জন্য রাকিবুল ইসলাম কে চাপ দেন ঐ নারী। কিন্তু ঐ নবজাতকের জন্ম হওয়ার পর থেকে বিধবা নারীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে রাকিবুল ইসলাম।এই ঘটনায় ধর্ষণের অভিযোগ তুলে ঐ নারী বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং থানায় অভিযোগ দায়ের করার পর থেকে বাড়ি ছেড়ে পালিয়ে যান রফিকুল ইসলাম। এরপর হাতীবান্ধা থানাধীন পুলিশ কালিগঞ্জ উপজেলাধীন চন্দ্রপুর ইউনিয়নের নওদাবাস নামে এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান মাহামদুন্নবি জানান, তাসলিমা বেগম বাদী হয়ে তাকে ধর্ষণের অভিযোগ থানা দায়ের করলে, বিষয়টি জেলার উর্ধ্বতন কর্মকর্তা পুলিশ সুপার তরিকুল ইসলাম কে জানানো হলে , তিনি নির্দেশ দেন ,আসামি রাকিবুল ইসলাম কে দূরততার সাথে গ্রেফতার করে ডিএনএ পরীক্ষা করে ঘটনার সঠিক তথ্য নিশ্চিত করে আইনগত ব্যবস্থা নিতে। এবং অভিযুক্ত রাকিবুল ইসলাম কে গ্রেফতার করে হাতীবান্ধা থানার পুলিশ।গ্রেফতারকৃত ঐ ব্যক্তিকে লালমনিরহাট জেলার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান।