কবি এম এম আর তাহমিদ এর সংক্ষিপ্ত পরিচিতি। দৈনিক বাংলার দিগন্ত।
এম এম আর তাহমিদ
পিতাঃ মুহাম্মদ মুশফিকুর রহমান
মাতাঃ মারজান আক্তার
বয়স: ১৬
কবি পরিচিতিঃ নোয়াখালীর সদর উপজেলার"আল মাদরাসাতুদ দ্বীনিয়া আলিম মাদরাসা"এর
দাখিল দশম শ্রেণির ছাত্র। কবি হিসেবে নবীন হলেও বেশ কিছু কবিতা বিভিন্ন পত্রিকায় ছাপানো হয়েছে। মাদরাসায় বরাবরের মতোই ১ম স্থান অধিকার করে আছে। বর্তমান ঠিকানাঃ পশ্চিম আলীপুর,হোয়াইট হলের পশ্চিমে, মাইজদী,নোয়াখালী,
যোগাযোগ: 01788960480
--------------------------------------------------------
বাংলার দিগন্ত সাহিত্য পরিবারের পক্ষ থেকে জানাই কবি এম এম আর তাহমিদ'কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।