বান্দরবানে অতিবৃষ্টির কারণে পাহাড় ধ্বসের ঝুঁকিতে সচেতনতামূলক অভিযানে রেড ক্রিসেন্টের সদস্যরা
এলেক্স বড়ুয়া
বান্দরবান প্রতিনিধি
বান্দরবান জেলায় টানা অতিবৃষ্টির ফলে পাহাড় ধ্বসের ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে মাঠে নেমেছে রেড ক্রিসেন্ট। বান্দরবান সদর বালাঘাটা, লেমুঝিরি মুসলিমপাড়া ও ফজল আলী পাড়া মুখ এলাকায় তিনটি পৃথক টিম গঠন করে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।তাদের উদ্যোগে এলাকায় মাইকিং করে জনগণকে পাহাড় ধ্বসের আশঙ্কা সম্পর্কে সতর্ক করা হয় এবং নিরাপদ আশ্রয়কেন্দ্রে পৌঁছাতে সহযোগিতা করা হয়। আবহাওয়ার বিরূপ পরিস্থিতিতে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তারা স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সক্রিয়ভাবে কাজ করছেন।টানা বৃষ্টিপাতে বান্দরবানের সাংগু নদীর পানি বিপজ্জনকভাবে বেড়ে গেছে। বিভিন্ন এলাকায় পাহাড় ধ্বসের ঘটনা ঘটছে এবং সড়কপথ পানিতে তলিয়ে যাওয়ায় অনেক স্থানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে পুরো জেলায়।পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা পুলিশ, ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে প্রতিটি ইউনিটকে প্রস্তুত রাখা হয়েছে। দুর্যোগের এমন সময় রেড ক্রিসেন্টের সক্রিয় ভূমিকা জনসাধারণের নিরাপত্তায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।