লালমনিরহাটে হঠাৎ বেড়ে যাচ্ছে তিস্তার পানি,ডুবে যাচ্ছে ফসল
মাসুদ রানা নিরব,
লালমনিরহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাটের তিস্তা পাড়ে আজ ০১ জুন রবিবার ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে হঠাৎ পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। এতে করে ডুবিয়ে যাচ্ছে ফসল এবং নিম্ন অঞ্চলের দিকে ছুটে চলছে তিস্তার পানি। ভারতের একটি সংবাদ মাধ্যমে জানা যায়, ভারতের ভারি থেকে অতি ভারি বর্ষণের ফলে ভারতে পানি বৃদ্ধি পেয়েছে এবং সেই সাথে রেড এলার্ট জানিয়ে দিয়েছে এবং ভারত থেকে পানি ছেড়ে দেওয়া হয়েছে। সেজন্য বাংলাদেশের উত্তরাঞ্চলে তিস্তার পানি গত দুই দিন থেকে বাড়তে শুরু করলেও আজ হঠাৎ করে পানি বৃদ্ধির মাত্রা বেড়ে যায়।
জানা যায়, এসময় ভুট্টা ও বাদাম তোলার একটি উপযুক্ত সময় তাই তিস্তার পারে ভুট্টা ও বাদাম তোলার নাই বিরাম। এছাড়া শুকাতে দেওয়া ছিল ঐ সব ফসল কিন্তু হঠাৎ তিস্তার পানি আজ সকাল ৯ টায় বিপদসীমার ৩০ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে এবং শুকাতে দেওয়া ফসল গুলো পানিতে ডুবে গেছে। এখনো পর্যন্ত তিস্তার পানি অনাবরত বেড়েই চলেছে।পানি উন্নয়ন বোর্ড জানান যে, তিস্তার পানি বাড়তে শুরু করেছে। কিন্তু এখনো পর্যন্ত জানা যায় নি কি পরিমানে পানি বৃদ্ধি পেতে পারে। এবং তিস্তার পানি বৃদ্ধির ফলে জেলার নিম্ন অঞ্চলে দিকে পানি ডুকতে পারে। তাই তিস্তা পাড়ের চর অঞ্চল বা নিম্ন অঞ্চলে সতর্ক থাকাতে বলা হয়েছে।