লালমনিরহাটে জাতীয় পার্টির কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ!
মাসুদ রানা নিরব,
লালমনিরহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাট জেলায় গতকাল ৩১ মে শনিবার রাত ১০টায় কারা যেন এসে জাতীয় পার্টির কার্যালয়ে ভাংচুরসহ ভিতরের সব আসবাবপত্র যা কিছু আছে বাইরে নিয়ে আগুনে পুড়িয়ে বিনষ্ট করে দিয়েছে এবং জাতীয় পার্টির যে মুল ফটক টি ছিল সেখানেও তালা ভেঙে ঢুকে দলীয় নেতাদের কর্মসূচি পালন করার যে যাবতীয় আসবাবপত্র ছিল সেগুলো ভাংচুর করেছে এবং অন্যান্য কিছু কাগজপত্র সহ সব পুড়িয়ে নষ্ট করে দিয়েছে। এছাড়া সাবেক রাষ্ট্রপতি এরশাদ হোসেন এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের তাদের সকলের ছবি ছিন্ন-বিছিন্ন করে মাটিতে ফেলে দিয়েছে এবং চেয়ারম্যান বা সভাপতির যে অফিস ছিল সেটিও আস্ত রাখে নাই। যারা এসেছে হয়তো পরিকল্পিত ভাবে এই ঘটনাটি ঘটনায় এমনটি মনে করা হচ্ছে। কারণ এখানে জাতীয় পার্টির কার্যালয়ে সব স্মৃতি নষ্ট করে দিয়েছে। স্থানীয়রাও জানেন না যে এই ঘটনাটি কে ঘটিয়েছে।জেলার সদর প্রশাসনের সূত্রে জানা যায় যে,এই ঘটনার বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং কারা এই ঘটনা ঘটিয়েছে এখনো পর্যন্ত চিহ্নিত করা যায় নি বা সনাক্ত করা যায় নি। তবে তদন্ত করে ঘটনার যে মুল হোতা তাকে চিহ্নিত করতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।
তথ্য সূত্রে যানা গেছে যে,গত ২৯ মে বৃহস্পতিবার রংপুরের জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের রংপুরে তিনি তার বাসভবনে অবস্থান নিয়েছিলেন এবং একটি সংবাদ সম্মেলন করেছিলেন। কিন্তু উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক (NCP)এনসিপির সারজিস আলম ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে, জুলাই গণ অভ্যুত্থানের হত্যা মামলার আসামি বাইরে কেন? এই স্ট্যাটাসের পর রংপুর অঞ্চলের যে জিএম কাদেরের বাসভবন টি ছিল সেটি ভাঙচুর করে এবং গতকাল ৩১ মে শনিবার রংপুরে বিক্ষোভ মিছিল ছিল এবং সেটি লালমনিরহাটে ছড়িয়ে পড়ে এমনটি মনে করছেন সাধারণ মানুষ।