
বরগুনার ফুলঝুরি বাজারে গরুর দাম কম থাকায় ক্রেতার মনে স্বস্তি
মোঃ রুবেল মিয়া
বরগুনা জেলা প্রতিনিধি
বরগুনা জেলার বরগুনা সদর উপজেলার ১ নং বদরখালী ইউনিয়নের ফুলঝুরি বাজারে ঈদুল আজহা উপলক্ষে বিশাল এক গরুর হাট বসেছে, আজকে রোজ রবিবার এখানে গরু ক্রয় বিক্রয়ের জন্য বাজারটি বেশ জমজমাট আকার ধারন করেছে, এখানে হাজার হাজার মানুষ প্রতিবছরই ঈদুল আজহা উপলক্ষে এই বাজার থেকেই গরু ছাগল ক্রয় করে থাকেন তাই প্রতি বছরের ন্যায় এ বছরও হাট বসেছে এই বাজারে দৈনিক বাংলার দিগন্তের প্রতিনিধি বাজারে গিয়ে বাজারে আশা ক্রেতাদের কাছে জানতে চাইলে তারা বলেন যে গত বছরের তুলনায় এবছর গরু ছাগলের দাম অনেক কম, সাধারণ মানুষের জন্য অনেক সুবিধা হয়েছে কারন গত বছর বাংলাদেশ ইন্ডিয়ার গরু থাকলেও গরুর বাজার ছিল আগুন, কিন্তু এবছর ইন্ডিয়ার গরু না থাকলেও আমাদের দেশী গরুর দাম অনেকটাই কম আমরা গরু ক্রয় করে স্বস্থি পাচ্ছি, এদিকে বিক্রেতার কাছে জানতে চাইলে তারা জানান প্রতি বছরের তুলনায় এবছর গরুর দাম অনেকটাই কম, এতে করে আমরা তেমন কোনো ব্যবসা করতে পারছিনা কারন গত বছর ইন্ডিয়ার গরু থাকলেও গরুর বাজার ভালো ছিল কিন্তু এবছর ইন্ডিয়ার গরু নেই তারপর দাম অনেকটাই কম এতে আমরা যারা খামারি আছি আমাদের অনেকটাই লোকসান হবে কারন একটি গরু লালন পালন করতে অনেক খরচ আর আমরা গরু পালন করি ঈদুল আজহার জন্য এ সময় যদি ভালো দাম না পাই তাহলে আমরা যারা গরুর খামারি আছি আমাদের অনেক লোকসান হয়ে যায়,পরবর্তীতে আরো জানতে পাড়লাম যে গরুর দাম কম হলেও নেই কোনো বেচা-কেনা বিক্রেতা অনেক থাকলেও, ক্রেতা সংকট দেখা গিয়েছে.