হাতীবান্ধায় ভুট্টা ক্রয় না করায় নারীশ কোম্পানি ঘেরাও; বিক্ষোভ ও মানববন্ধন
মাসুদ রানা নিরব,
লালমনিরহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় নারীশ কোম্পানির সিন্ডিকেট ও অনিয়ম দুর্নীতি রুখে দাঁড়াতে এবং কৃষকের ন্যায্য মূল্য আদায় করে কৃষকের মুখে হাসি ফোটাতে ভুট্টা কোম্পানি ঘেরাও করে ৫ দফা দাবি জানিয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুট্টা চাষীরা।
জানা যায় যে,নারীশ কোম্পানি ভুট্টা ক্রয়ে ভালো হলেও কোম্পানির মুল হোতা অসাধু গোলাম রব্বানী এই অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত থাকায় ভুট্টা চাষীরা ন্যায্য মূল্য পায় না এবং অনাবরত সিন্ডিকেট চালায়। এজন্য কৃষকরা তাদের দাবি জানিয়ে বিক্ষোভ ও মানববন্ধনের সৃষ্টি করে তার বিরুদ্ধে।কৃষকের ৫ দফা দাবি জানান যে,(১) এখানে অসাধু কর্মকর্তা সরিয়ে দিতে হবে।(২) প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকের যে ক্ষয়ক্ষতি হয়েছে এর প্রেক্ষিতে কৃষকের ৫০% লোন মওকুব করতে হবে।(৩)ঐ উপজেলা সহ আদিতমারী - কালিগঞ্জ - পাটগ্রাম এবং অন্যান্য জেলার একাধিক জায়গায় ভুট্টা ক্রয় করতে হবে।(৪) ভুট্টাকৃত সমস্যা তিন ভাগে ভাগ করে (ভালো,মন্দ, খারাপ) বিবেচনা করে মূল্য নির্ধারণ করতে হবে।(৫) কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে।হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই রমজান আলী জানান,নারীশ কোম্পানির ইউনিয়ন সভাপতির সাথে আগামীকাল ০১ জুন রবিবারের মধ্যে এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে কিন্তু সঠিক সিদ্ধান্ত নেয়া না হলে আবারও এই মানববন্ধন অব্যাহত থাকবে প্রশাসনের কোন ধরনের বাধা দেওয়া হবে না।
প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে যে, কৃষক যদি বাঁচে, আমরা বাঁচব। কৃষক যদি না বাঁচে, আমরা বাঁচব না। তাই কৃষকের সকল সমস্যার কথা উর্ধ্বতন কর্তৃপক্ষ কে জানানো হয়েছে এবং আগামী ১ দিনের ভিতরে সব বিষয়ে বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত দেওয়া হবে। এছাড়া যতক্ষণ সব কিছু ঠিক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভুট্টা ক্রয় বন্ধ থাকবে এবং আগামী রবিবার সকাল ১০ টায় সভায় চাষীদের প্রতিনিধির মাধ্যমে সিদ্ধান্ত জানাবেন।