শিহাব রানা এর সংক্ষিপ্ত পরিচিতি। দৈনিক বাংলার দিগন্ত।
শিহাব রানা। সনদে ডাকনাম সুমন। লেখালেখির জগতে শিহাব সুমন সংক্ষেপে"শি.সু"নামেই পরিচিত লাভ।জম্মঃ ১৫-ই মার্চ- ১৯৮৯ সাল। গ্রামঃ দড়িপাড়া।১০নং শ্রীপুর ইউনিয়ন। জামালপুর সদর,ময়মনসিংহ বিভাগ। পিতাঃ আব্দুল জালেক,কৃষক। মাতাঃ কমলা বেগম,গৃহিণী। দুই বোনের মধ্যে আমি দ্বিতীয়। ২০০৬ সালে দড়িপাড়া রামকৃষ্ণ পুর উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি>> ২০০৯ সালে তুলশী পুর কলেজ থেকে এইচ.এস.সি>>২০১২ সালে সরকারি আশেক মাহমুদ কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে B.A "প্রথম বিভাগ"অর্জন। ২০১৯ সাল সাল থেকে দেশে-বিদেশে বিভিন্ন সাহিত্য পরিষদে নিয়মিত লেখালেখি করছি এবং সম্মানের সাথে সেরা কবি নির্বাচিত হয়ে কবিতা প্রকাশ হচ্ছে। বিভিন্ন সাহিত্য সংঘে সম্মান জনক পদে আসীন।২০২৪ সালে ঢাকা অমর একুশে বই মেলায় আমার লেখা "রঙিন বেলুন কাব্য গ্রন্থ"প্রকাশিত হয়।স্থানীয় স্কুল কলেজ তা ব্যপক জনপ্রিয়তা লাভ করে। ইতোমধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিবন্ধিত লেখক হিসেব স্বীকৃতি পেয়ছি। বর্তমানে আমার লেখালেখি চলমান রয়েছে।
--------------------------------------------------------
বাংলার দিগন্ত সাহিত্য পরিবারের পক্ষ থেকে জানাই কবি শিহাব রানা'কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।