বরগুনায় বন্যা শক্তি প্রভাবে মাছের খামার তলিয়ে হতাশা গ্রস্থ খামারি
মোঃ রুবেল মিয়া
বরগুনা জেলা প্রতিনিধি
বরগুনা জেলার বরগুনা সদর উপজেলার ১ নং বদরখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে বন্যা শক্তির প্রভাবে মাছের খামার তলিয়ে গিয়ে হতাশায় আছেন খামারি পাভেল মিয়া তিনি বলেন আমার খামারে যে মাছ ছিল তা খামার থেকে ছুটে বেরিয়ে গেছে কারন বন্যা শক্তির প্রভাবে আমরা পানি বন্ধি হয়ে যাই স্বাভাবিকের চেয়েও ৩ ফুট পানি বৃদ্ধি হওয়ায় সকল নদী নালার বাদ ছুটে যায় যার এবং অতিরিক্ত স্রোতের কারনে আমার মাছ চাষের পুকুর টি তলিয়ে যায় এবং পুকুরে থাকা সব মাছ গুলো স্রোতের সাথে বের হয়ে যায়, এতে করে আমার এ বছর প্রায় লক্ষ্যাদিক টাকা লচ হয়েছে আমি বিপদ গ্রস্থ হয়ে গেছি কারন এই পুকুরের মাছ বিক্রি করেই আমার সংসার চলতো.