লেখক এস এ বিপ্লব এর সংক্ষিপ্ত পরিচিতি। দৈনিক বাংলার দিগন্ত।
আমি এস এ বিপ্লব জম্মঃ২/১/১৯৮৯ইং
ফোন নাঃ ০১৯৫৭২৩৭০১২ পিতাঃ মৃতঃ মুনসুর আলী মাতাঃ মৃতঃ আম্বিয়া বেগম ভাইবোনঃ ছয় ভাইবোনের মধ্যে সবার ছোট। শিক্ষাঃ এল এল বি, নারায়ণগঞ্জ আইন কলেজ। এম এস এস( ডাবল) স্থায়ী ঠিকানা : গ্রাম: নগর পাড়া, থানা–রূপগঞ্জ, জেলা–নারায়ণগঞ্জ। বর্তমান ঠিকানা–জেলা পরিষদ নারায়ণগঞ্জ। লেখার শুরু–১৯৯৮ সাল থেকে। প্রথম কবিতার নাম– মেয়ে কালো।প্রথম প্রকাশিত পেপার–ড্যান্ডিবার্তা(কবিতা ২০০৫) প্রথম প্রকাশিত জাতীয় পত্রিকা—মানবজমিন (২০০৬ চিরকুট) প্রথম কলাম প্রকাশিত পত্রিকা—ইত্তেফাক (২০০৬) এরপরের পেপার গুলোর নাম–সকালের খবর,দৈনিক জনকণ্ঠ, প্রথমা ম্যাগাজিন ইত্যাদি।প্রথম গল্প–চিরকুট সাহিত্য পেপার(নামে নয় র্কমেই বড় হয়)প্রথম পুরষ্কার– সরকারি জেলা গনগ্রন্হাগার (বইপাঠ ও রচনা প্রতিযোগীতায় ২০১১ থেকে শুরু করে পরপর ৬ বার)
নারায়ণগঞ্জ প্রেসক্লাব– কুইজ প্রতিযোগিতায় ২য় স্হান ২০১২। ঢাকা আলী গড় ওল্ড বয়েজ–রচনা প্রতিযোগীতায় ২০১৬
শাহ ফতেহ উল্লাহ স্মৃতি পদক –২০২১
শাহ আলী স্মৃতি পদক –২০২২।
স্বপ্ন ছোয়া সাহিত্য পদক –২০২১
চিরকুট সাহিত্য পদক — ২০২২
চিলেকোঠা প্রকাশনী সম্মাননা ক্রেষ্ট -২০২২
নারায়ণগঞ্জ সিনেপ্লেক্সে সম্মাননা মগ –২০২৩
নারায়ণগঞ্জ জেলাপ্রশাসক আয়োজিত বইমেলা সম্মাননা উত্তরীয়–২০২৪ ফেব্রুয়ারী।আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে গুণিজন সম্মাননা সনদ ও ক্রেষ্ট ২০২৪ মায়ের আচঁল স্বাধীনতা স্মৃতি সম্মাননা ৭/২/২০২৫ ইং সাহিত্যর সন্ধান ঢাকা বিভাগীয় কমিটির সম্মাননা স্মারক ১৭/১/ ২০২৫ ইং
প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এর পক্ষ থেকে সম্মাননা সনদ ২০২৫ প্রথম সম্মাননা সনদ — শিক্ষাতথ্য প্রকাশনী (আগষ্ট পর্যন্ত বাচঁতে চাই কবিতার জন্য)।সাহিত্য গুঞ্জন পরিষদ থেকে সম্মাননা সনদ — আগষ্ট পর্যন্ত বাচঁতে চাই কবিতার জন্য।জাতীয় কবিতা মঞ্চ থেকে জাতীয় এওয়ার্ড ভারতের রাষ্ট্র দূতের কাছ থেকে নেওয়া হয় ২৬/১০/২৪ইং তারিখে।
শব্দ তরঙ্গ সাহিত্য পুরষ্কার ২০২৪ স্বপ্ন সাহিত্য ক্রেষ্ট অর্জন ২০২৪ কাব্য কথা সাহিত্য সনদ ২০২৪ বিজয় এফএম এর সম্মাননা সনদ ২০২৪ আস সুফিয়া সাহিত্য পরিষদের উত্তরীয় গ্রহন ২০২৪ প্রথম বই প্রকাশ — ২০২১ বই মেলায়-যৌথ চারটি যে জলে জোসনা গলে,রক্তে ভেজা ৩২ নম্বরের সিড়ি,একুশ মায়ের আঁচল, অব্যক্ত কথা। একক কবিতার ১টি” তুমি ছিলে সেই আজ তুমি নেই”। ২০২২ সালের বই মেলায় যৌথ কয়েকটি ২০২৩ সালের বই মেলায় একক দুটি– ১/অনুগল্প “” আমি ফাস্ট হয়েছি”” (২) নির্বাচিত কলাম সংকলন রিষ। ২০২৪ সালের বই মেলায় যৌথ ২ টি। ২০২৫ সালের বই মেলায় আসছে একক কবিতার বই””আগষ্ট পর্যন্ত বাচঁতে চাই”। একক কবিতার বই – পানি লাগবে পানি উৎসর্গ করা হয়েছে মুগ্ধ ও আবু সাইদ কে।যৌথ দুটি ২৪ এর গণবিস্ফোরণ,নিখোঁজ নক্ষত্র সহ আরো বই। এ পর্যন্ত একক যৌথ মিলে প্রায় ৫০ টির উপরে বই প্রকাশ হয়েছে।অন্য দিকে মায়ের আঁচল সাহিত্য পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক,নারায়ণগঞ্জ জেলা ফাউন্ডেশনের সদস্য, নারায়ণগঞ্জ সাহিত্য জোটের সদস্য, শিক্ষাতথ্য প্রকাশনীর সদস্য, সময়ের সুর প্রকাশনীর সদস্য, প্রহেলিকা প্রকাশনীর সদস্য, নব সাহিত্য প্রকাশনীর সদস্য, নারায়ণগঞ্জ চুনকা পাঠাগার সিনেপ্লেক্সের সদস্য,
বিএইচ ডিএস এর সদস্য। মানবাধিকার ফাউন্ডেশন এর নির্বাহী সদস্য।
মাকে নিয়ে কবিতা গুলো হলো — তুমি ছিলে সেই আজ তুমি নেই, জায়নামাজ, মায়ের কত দোষ, এই মা সেই মা,মা -ছেলের প্রাচীর,মায়ের দোয়া, মায়ের শখের পিঠ,মায়ের ছিল না কথা বলার মানুষ, প্রভৃতি।অনসব কবিতার মধ্যে রয়েছে -কবি নজরুল কে নিয়ে লেখা — সেই দুখু মিয়া,পল্লী কবি কে নিয়ে লেখা — পল্লী কবি জসিম উদ্দিন স্মরনে সহ প্রায় ৪০০ কবিতা, ২৫০ টির উপরে কলাম, ২০০ টি অনুগল্প আছে পছন্দের বিষয় — লেখালেখি করা,দার্শনিক বই পড়া,ঘুরতে যাওয়া, সিনেমা দেখা, বই বের করা,উপহার দিতেও ভালো লাগে, কেউ দিলেও ভালো লাগে। অপছন্দের বিষয় –মিথ্যা, বেইমানি, বাটপারি,ভাড়াটিয়া হিসেবে বসবাস করা।
শেষ ইচ্ছে একটাই – আমার লেখা কোন কবিতা,কলাম বা অনুগল্প পাঠ্যবইয়ে দেখতে চাই অথবা কোন কবিতা বা অনুগল্প দিয়ে একটি নাটক বা সিনেমা হোক।নারায়ণগঞ্জে প্রথম ডাঃ সেলিনা হায়াৎ আইভী কে নিয়ে বই লেখা শুরু এবং তা ২০২৫ সালের বইমেলায় উঠানো হয়ে থাকে
——————————————————–
বাংলার দিগন্ত সাহিত্য পরিবারের পক্ষ থেকে জানাই কবি এস এ বিপ্লব'কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।