মোঃ জাহাঙ্গীর হোসেন এর সংক্ষিপ্ত পরিচিতি। দৈনিক বাংলার দিগন্ত।
নামঃ-মোঃ জাহাঙ্গীর হোসেন। পিতাঃ মোঃ ইয়াদত আলী। বগুড়া জেলা শিবগঞ্জ থানা গ্রাম নান্দুড়া৷ যৌথ কাব্যগ্রন্থঃ অনুভবে তুমি,তুমি আমার বসন্তের ফুল, আহত গোলাপ ফুল হতে চেয়ে হয়েছি কবিতা আরো কয়েকটি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ পেয়েছে৷ বর্তমান শিবগঞ্জ এম এইচ কলেজে বাংলা বিভাগে অনার্স তৃতীয় বর্ষে অধ্যায়নরত৷
——————————————————–
বাংলার দিগন্ত সাহিত্য পরিবারের পক্ষ থেকে জানাই কবি মোঃ জাহাঙ্গীর হোসেন’কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।