
বান্দরবানে দুই তিন দিনের বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি
এলেক্স বড়ুয়া
বান্দরবান জেলা প্রতিনিধি
দুই দিনের টানা বৃষ্টিতে বান্দরবানে জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। শহরের বিভিন্ন নিচু এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এছাড়া নানা জায়গায় খাল ও নালা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের কারণে সৃষ্টি হয়েছে কৃত্রিম বন্যা। উজানে রুমা ও থানচি উপজেলায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে সাঙ্গু নদীর পানি দ্রুতগতিতে বাড়তে শুরু করেছে। এদিকে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারী জনগণকে নিরাপদে সরে যেতে মাইকিং করে প্রচারনা চালাচ্ছে পৌরসভা। বন্যা ও পাহাড় ধস মোকাবেলায় সংবাদ সংগ্রহ ও প্রেরণের জন্য কন্ট্রোল রুম খুলেছে জেলা প্রশাসন। ভারী বর্ষণ অব্যাহত থাকলে রাতের মধ্যেই শহরের আরো বেশ কয়েকটি এলাকা পানিতে তলিয়ে যাবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।