কবি সোহেল রানা এর সংক্ষিপ্ত পরিচিতি। দৈনিক বাংলার দিগন্ত।
কবি সোহেল রানা জন্মগ্রহণ করেন ১২ ডিসেম্বর, ১৯৯৮ সালে বরগুনা সদর উপজেলার গুলিশাখালী নামক গ্রামে। পিতা মোঃ হারুন মিয়া ও মাতা ফরিদা বেগম। বরগুনা জেলার তেঁতুল বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে পড়ারত অবস্থায় কবিতা লেখার হাতেখড়ি ঘটে কবির। এই স্কুল হতে ২০১৪ সালে এসএসসি পাস করেন। এরপর নারায়ণগঞ্জের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপিঠ সরকারি তোলারাম কলেজ হতে ২০১৬ সালে এইচএসসি পাস করেন। পরবর্তীতে ঐ কলেজে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে ভর্তি হলেও অসুস্থতার কারণে ব্যাচেলর ডিগ্রী শেষ করতে পারেন নাই। তবে এখন সুস্থ হয়ে তিনি "ইঞ্জিনিয়ার সুলতানা সালেহ টিবিএম কলেজ" এ বিএসএস তৃতীয় বর্ষের ছাত্র হিসেবে অধ্যায়নরত। বেশ কিছু প্রিন্ট মিডিয়াসহ ইলেকট্রন মিডিয়ায় কবির কবিতা প্রকাশ পেয়েছে। মাতৃভূমি ও মানুষের কথা লিখতে কবি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন।
--------------------------------------------------------
বাংলার দিগন্ত সাহিত্য পরিবারের পক্ষ থেকে জানাই কবি সোহেল রানা'কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।