কবি সেলিনা আক্তার শিমু এর সংক্ষিপ্ত পরিচিতি। দৈনিক বাংলার দিগন্ত।
নামঃ সেলিনা আক্তার শিমু পিতাঃ মৃত্যু আবুল কাসেম,মাতাঃ মৃত্যু আরেফা কাজল। দেশের বাড়ি কক্সবাজার। জন্মস্থান তারাবনিয়ার ছাড়া কক্সবাজার পৌরসভার জেলা থানা কক্সবাজার বর্তমান ঠিকানা কক্সবাজার পৌরসভা পাহাড়তলী ইসলামপুর। শিক্ষকতার যোগ্যতা ২০০১ সালে এসএসসি পরীক্ষা দিয়েছি,২০০৮ সালে ইকোনোম্যাক্সের অনার্স কমপ্লিট করেছি জন্ম তারিখঃ ১৬/০৪/১৯৮৫ ইংরেজি আমি ছোটবেলা থেকে লেখালেখি পছন্দ করি তাই টুকটাক লিখে যাই ক্লাস ফোর থেকে কবিতা গল্প লিখতেই ভালোবাসি ২০১২ সালে একটা একক বই ছাপা হয়েছিলো মৃত মাছের চেখে কাজল পড়াবো, কক্সবাজার দৈনিক সৈকত পত্রিকা অফিস থেকে অগণিত ম্যাগাজিন, অনলাইন জগতে এসে,উদয়ন জনকল্যাণ সংস্থা থেকে একটা ম্যাগাজিন বের হয়েছে ।
—————————————————-
বাংলার দিগন্ত সাহিত্য পরিবারের পক্ষ থেকে জানাই কবি সেলিনা আক্তার শিমু’কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।