কবি মোঃ রুবেল মিয়া এর সংক্ষিপ্ত পরিচিতি। দৈনিক বাংলার দিগন্ত।
নামঃ মোঃ রুবেল মিয়া
পিতার নাম: মোঃ ইসমাইল হাং
মাতার নাম মোসাঃ হোসনেয়ারা বেগম
আমি বরগুনা জেলার বরগুনা সদর উপজেলার ১ নং বদরখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বদরখালী গ্রামে ১৯৯৬ ইং সনের এপ্রিল মাসের ২ তারিখে জন্ম গ্রহণ করি, আমি ২০১২ সালে গৌরীচন্না নওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসি পাস করি ২০১৪ সালে ইঞ্জিনইয়ার সুলতানা সালেহ টি এন্ড বিএম কলেজ থেকে এইচএসসি পাস করি ২০২০ সালে বামনা সরকারি কলেজ থেকে বিএ পাস করি এবং আমি এই প্রথম কবিতা লিখেছি,
--------------------------------------------------------
বাংলার দিগন্ত সাহিত্য পরিবারের পক্ষ থেকে জানাই কবি মোঃ রুবেল মিয়া'কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।