কবি মোঃ মাসুদ রানা বনফুল এর সংক্ষিপ্ত পরিচিতি। দৈনিক বাংলার দিগন্ত
মোঃ মাসুদ রানা (বনফুল)। জন্ম:১৯৯৭ সালে ৮ই জানুয়ারি রাজবাড়ী জেলা, গোয়ালন্দ উপজেলা, দৌলতদিয়া ইউনিয়ন, জলিল সরদারপাড়া জন্মগ্রহণ করেন। তার পিতা মোঃ মুন্নাফ সরদার এবং মাতা মোছাঃ রোকেয়া বেগম। কবির বড় দুই ভাই ও বড় দুই বোন এবং কবি সবার ছোট। স্কুল জীবন ও যোগ্যতাঃ২০১৫ সালে দৌলতদিয়া মডেল হাই স্কুল থেকে মাধ্যমিক ও ২০১৭ সাল থেকে সরকারি কামরুল ইসলাম ডিগ্রী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। ২০১৮ সালে সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুরে ইতিহাস ডিপার্টমেন্টে ভর্তি চান্স পান। করুনাকালীন অভাবের কারণে অনার্স তৃতীয় বর্ষের থাকাকালীন ২০২২ সালে প্রবাসের উদ্দেশ্যে রওনা করেন,পরিবারের সাপোর্ট দেওয়ার জন্য ও ছাত্র জীবনের সমাপ্তি ঘটে। বিখ্যাত কবিদের কবিতা পড়তে পড়তে কবিতা লেখার আগ্রহ জাগে। প্রবাসে কাজের পাশাপাশি সময় হলেই কবিতা লেখেন ও দেশের বিভিন্ন বড় বড় পত্রিকায় কবিতা প্রকাশিত হয়। তারপর থেকে কবিতা লেখা, গল্প, প্রবন্ধ, ছোট অণুগল্প ইত্যাদি ভবিষ্যতে উপন্যাস লেখার ইচ্ছা আছে মনে। ভবিষ্যতে যেন ভালো লেখালেখি করতে পারেন সবার দোয়া চায়।
--------------------------------------------------------
বাংলার দিগন্ত সাহিত্য পরিবারের পক্ষ থেকে জানাই কবি মোঃ মাসুদ রানা বনফুল'কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।