কবি অথই নুরুল আমিন এর সংক্ষিপ্ত পরিচিতি। দৈনিক বাংলার দিগন্ত।
অথই নূরুল আমিন, কবি,কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক। তিনি নেত্রকোনা জেলার বারাহাট্টা উপজেলায় ছয়গাঁও গ্রামে এক ধনাঢ্য খান পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মোঃ আব্দুল হক খান (হক সাহেব) মাতা নুর জাহান তালুকদার। কবির প্রকাশিত বই গুলো যথাক্রমে,প্রধানমন্ত্রীর মানব সম্পদ উপদেষ্টা, অগ্নিচিঠি, আমার যুদ্ধ কলমে, বাণী সুন্দর, ৫২ বছরে তেপ্পান্ন গল্প, অনূআর ঝুলি (রূপকথার গল্প) মন আর মানুষসহ অসংখ্য গ্রন্থে রচয়িতা। কবি যেমন দেড় শতাধিক পত্র পত্রিকায় লেখালেখি করেছেন। দুইশর বেশি পাঠাগারে সৌজন্য বই উপহার দিয়েছেন। এবং চল্লিশের বেশি পুরস্কারে ভূষিত হন তিনি। আমাদের প্রকাশনা কমিটির পক্ষ থেকে মানবিক এই কবির জন্য শুভকামনা রইল।
--------------------------------------------------------
বাংলার দিগন্ত সাহিত্য পরিবারের পক্ষ থেকে জানাই কবি অথই নুরুল আমিন'কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।