বরগুনায় স্কুল শিক্ষকের বড়ের সাজে বিদায় সংবর্ধনা
মোঃ রুবেল মিয়া
বরগুনা জেলা প্রতিনিধি
বরগুনা জেলায় বরগুনা সদর উপজেলার ২ নং গৌরীচন্না ইউনিয়নের দীর্ঘ কালের সাক্ষী লাকুরতলা সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়, এ বিদ্যালয়ের নাম ডাক ছরিয়ে আছে অনেক বছর দরেই কারন এই বিদ্যালয় থেকে ছাএ ছাএীরা লেখা পড়া করে দেশের সেভায় নিয়োজিত আছে দেশের বিভিন্ন প্রান্তে, এই বিদ্যালয়ের শিক্ষকরাও আপন করে নিয়েছেন এই স্কুল কে যুগের পড় যুগ ধরে বরগুনা জেলার বিতরে এই স্কুল রেজাল্টের ক্ষেএেও ভূমিকা পালন করেছে সবসময়, কারন এই স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্বে যিনি ছিলেন তিনি ছিলেন একজন বিচক্ষণ শিক্ষক, শৃ তপন চন্দ্র মিএ, লেখা পড়ার মান স্কুলে ধরে রাখার জন্য তার ভূমিকা ছিল অসাধারণ, তার জীবনে তিনি বরগুনার বিভিন্ন স্কুলে শিক্ষার আলো ছরিয়ে ছিলেন একপর্যায়ে তিনি দায়িত্ব পান সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে, এই স্কুলে তিনি ১২ টি বছর শিক্ষার আলো ছরিয়ে ছিলেন, যার নেতৃত্বে স্কুলের পাঠদান, স্কুলের উন্নয়ন সহ সবকিছুরই প্রতি ভূমিকা পালন করেছিলেন, আজ সেই প্রধান শিক্ষক শৃ তপন চন্দ্রের বিদায় সংবর্ধনা, মেনে নিতে পেরেছিলেন না স্কুলের ছাএ শিক্ষক ও অভিভাবকরাও কান্নায় বেঙ্গে পরেছিলেন তারা, তাদের মুখে একটাই কথা ছিল আমাদের স্যারের মতো স্যার আর কোনোরদিন স্কুলে আসবে না তাই স্কুলের ছাএ শিক্ষক ও অভিভাবকরা মিলে তাকে বিদায় দেয়ার জন্য সাজিয়েছেন এক বড়ের গাড়ি যা দেখে এলাকার মানুষ সকলেই খুসি হন এবং স্কুলের সকলেরি প্রশংসা করতে থাকেন.