হাতীবান্ধায় ফের ভারতীয় ৮ নাগরিককে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা।
মাসুদ রানা নিরব,
লালমনিরহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের পূর্ব আমঝোল ৯ নং ওয়ার্ডের ৯০৭ নং পিলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশে আবারো ৮ জন ভারতীয় নাগরিককে পুশ ইনের চেষ্টা চালায়।স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়,আজ ২৮ মে সকালে ভারতের আসামের ৮ নাগরিককে ৯০৭ নং সাব পিলারের কাছ দিয়ে পুল ইনের এই ঘটনা ঘটে কিন্তু ঐ ভারতীয় ৮ জনের মধ্যে ৬ জন নাগরিককে এলাকাবাসী আটক করে খবর দেয় বিজিবি’কে এবং ২ জন কে হাতীবান্ধার সিংঙ্গীমারী ইউনিয়নের গ্রাম পুলিশের দ্বারা আটক করা হয়।তৎক্ষণাৎ বাংলাদেশ বিজিবি খবর পেয়ে গ্রামবাসীসহ বিজিবি ভারতীয়দের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করেছে।এ বিষয়ে প্রতাকা বৈঠক করে জানা যায় এরা আসামের স্থানীয় বাসিন্দা এবং এদের ভারতীয় বিএসএফ অবৈধ ভাবে বাংলাদেশের কঠিত অভিযোগ তুলে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করা হয় এবং বিজিবি বাঁধা দিয়ে ব্যর্থ করে।