জনসমর্থনে এগিয়ে আছেন"শেখ সাদী"চেয়ারম্যান এশিউর গ্রুপ এবং কুষ্টিয়া-৪ আসনের জনতার কণ্ঠস্বর
সুমন শেখ
স্টাফ রিপোর্টার কুষ্টিয়া।
কুষ্টিয়া জেলা কুমারখালী খোকসা উপজেলার আগামী আসন্ন নির্বাচনের মাঠে শক্ত অবস্থানে আছেন"শেখ সাদী"চেয়ারম্যান এশিউর গ্রুপ এবং কুষ্টিয়া-৪ এর জনতার কণ্ঠস্বর। এবং এমপি হিসেবে চাই কুমারখালী খোকসা উপজেলার সর্বস্তরের জনগণ, এমনটাই জানিয়েছেন কুষ্টিয়া জেলার কুমারখালী খোকসা উপজেলার সাধারণ ভোটাররা।
আসন্ন আগামী নির্বাচনে তারুণ্যের অহংকার বিশিষ্ট সমাজ,সেবক, " শেখ সাদী"কে কুমারখালী খোকসা আসনে এমপি হিসাবে দেখতে চান কুমারখালি খোকসার সর্বস্তরের জনগণ। সময়ের বাস্তবতায়"শেখ সাদী"চেয়ারম্যান এশিউর গ্রুপ এবং কুষ্টিয়া-৪ এর জনতার কণ্ঠস্বর হয়েছেন এবারের আসন্ন নির্বাচনের হেভিওয়েট পদপ্রার্থী এমন গুঞ্জনই এখন সাধারণ জণগনের মুখে মুখে। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সুসংগঠিত করতে দিনরাত কাজ করের যাচ্ছেন। কুমারখালী খোকসা উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, স্থানীয় জনপ্রতিনিধিসহ বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির, ছাত্রদল যুবদল ও তাদের সহযোগী সংগঠনের নতুন প্রজন্মের নেতা- কর্মীরা জানিয়েছেন,এলাকাবাসীর অত্যন্ত আস্থাভাজন ও তাদের সুখ-দুঃখের অংশীদার হিসেবে চেয়ারম্যান এশিউর গ্রুপ এবং কুষ্টিয়া-৪ এর জনতার কণ্ঠস্বর" শেখ সাদী"কে আগামী আসন্ন সংসদ নির্বাচনে ধানের র্শীষ মার্কা প্রতীকে চিল মারিয়া এমপি হিসেবে জয়যুক্ত করতে চান। তাদের মতো আমজনতার মাঝে সমাদৃত ও গ্রহণযোগ্য বিকল্প কোন প্রার্থী নাই। তাই এ বিষয়ে আগাম মন্তব্য ঠিক হবেনা। তবে শুনেছি ও জেনেছি এবং বিশ্বাস করি"শেখ সাদী"চেয়ারম্যান এশিউর গ্রুপ এবং কুষ্টিয়া-৪ এর আসনের প্রার্থী হতে যাচ্ছেন। তাই তাকে সাধারণ জনগণ উৎসাহ দিচ্ছে। ব্যক্তি হিসেবে ও মনের দিক থেকে তিনি বড় মাপের মানুষ। তিনি কুমারখালী খোকসা আসনে এমপি হিসাবে তাকে কুমারখালী খোকসা উপজেলার সর্বস্তরের জনগণ এবারে বিজয়ী করবেন এমন জোর মন্তব্য কুমারখালী খোকসা উপজেলার সচেতন মহলের। নানা কারণে কুমারখালী খোকসা মানুষ পরিবর্তন ও নতুন নিতৃত্ব চায়। এই পরিবর্তন ঘটাতে এবারের যোগ্য নেতা হিসেবে কুমারখালী খোকসা মানুষ"শেখ সাদী"এর কথা বলছেন। উপজেলা সচেতন মহল বলেছেন শুনেছি তিনি এবারের প্রার্থী হতে যাচ্ছেন। তাদের বিশ্বাস "শেখ সাদী"কে কুমারখালী খোকসার সর্বস্তরের জনগণ বিপুল ভোটে বিজয়ী করবেন। যুক্তি হিসেবে বলেন,কুমারখালী খোকসার সচেতন মানুষ তারুণ্যকে পছন্দ করে,পেশী শক্তিকে বয়কট করে। কুমারখালী খোকসা উপজেলার জনবান্ধব তরুণ নেতা হিসেবে কুমারখালী খোকসা উপজেলার ২০টি ইউনিয়নে তার বিচরণ ও জনপ্রিয়তা আছে। সার্বিক বিবেচনায় তাদের মতে এবারের নির্বাচনে"শেখ সাদী" চেয়ারম্যান এশিউর গ্রুপ এবং কুষ্টিয়া-৪ এর জনতার কণ্ঠস্বর কেই এমপি হিসেবে বিজয়ী করবেন জানিয়েছেন কুমারখালী খোকসার সচেতন মহল। বেশি ভালোবাসেন তাই বিজয়ী হওয়ার কোন বিকল্প নাই। কুমারখালী খোকসা উপজেলা সচেতন মহল বলেন তবে সময়ের"শেখ সাদী" বর্তমান প্রেক্ষাপটে তরুণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র এই নেতা নাম সবচেয়ে বেশি উচ্চাতির হচ্ছে মানুষের মুখে মুখে। নিজস্ব অর্থ ব্যয় করে রাজনীতি করেন। যেটা বর্তমান সময়ের জন্য দৃষ্টান্ত। তাই তিনি ধানের র্শীষ পতিক নিয়ে প্রার্থী হতে যাচ্ছেন। সেটা সাধারণ মানুষের জন্য যেমন ভালো তেমনি দলের জন্যও ভালো। আসন্ন আগামী সংসদ নির্বাচনে এমপি পদে প্রার্থী"শেখ সাদী"হতে চলেছেন বলেছেন কুষ্টিয়া জেলা সচেতন মহল। দল,এলাকার মানুষ এবং সর্বস্তরের মানুষের আস্থার নাম শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শই বিশ্বাসী রাজপাথের লড়াকু সৈনিক"শেখ সাদী"চেয়ারম্যান এশিউর গ্রুপ এবং কুষ্টিয়া-৪ এর জনতার কণ্ঠস্বর।এখনো পর্যন্ত কুমারখালী খোকসা তৃনমুল পর্যায়ের থেকে জানা যায়, সাধারণ মানুষের সাথে "শেখ সাদী"চেয়ারম্যান এশিউর গ্রুপ এবং কুষ্টিয়া-৪ এর জনতার কণ্ঠস্বর এর চমৎকার বুঝাপড়া ও ঐক্য রয়েছে। এই ঐক্য ধরে এগুতে পারলে "শেখ সাদী" চেয়ারম্যান এশিউর গ্রুপ এবং কুষ্টিয়া-৪ এর জনতার কণ্ঠস্বর ধানের শীষ পথিকের বিজয় হয়ে আসা খুবই সম্ভব।