কুষ্টিয়া ও মেহেরপুর জেলার জনসাধারণ প্রশংসা করেছেন সওজ, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের
সুমন শেখ
স্টাফ রিপোর্টার কুষ্টিয়া।
কুষ্টিয়া জেলার সওজ, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের প্রশংসা করেছেন কুষ্টিয়া ও মিরপুর উপজেলার জনসাধারণ। কুষ্টিয়া জেলা বাসীর আকাঙ্খিত দীর্ঘদিনের প্রানের চাওয়া কুষ্টিয়া ত্রিমনি হতে মিরপুর হয়ে খলিশা কুন্ডি পযন্ত সড়কের নির্মাণ কাজে গুণগত মান পরীক্ষামূলক ব্যবহার করাই,এবং সুন্দর মানসম্পন্ন একটি সড়ক উপহার দেওয়ার জন্য। এ বিষয়ে কুষ্টিয়া জেলা সচেতন মহল সন্তোষ প্রকাশ করে বলেছেন, আমাদের কুষ্টিয়া জেলার সওজ, সড়ক ও জনপথ বিভাগের দক্ষতা সম্পন্ন কর্মকর্তাদের দক্ষতার কারণে একটি সুন্দর সড়ক পেয়েছি আমরা। আমরা কুষ্টিয়া মিরপুর খুলিশাকুন্ডির জনসাধারণের প্রাণের চাওয়া দীর্ঘদিনের আকাঙ্খিত সড়ক পেয়েছি, যে সড়ক আমরা কুষ্টিয়াবাসি আজীবন ব্যবহার করব। একটি অনুসন্ধানের রিপোর্টে বেরিয়ে এসেছে প্রশংসা কুষ্টিয়ার সড়ক বিভাগের নির্মান কাজ ও রাস্তার কাজ গুনগত মান বজায় রেখে সিডিউল মোতাবেক কাজ আদায়ে কঠোর অবস্থানে রয়েছেন, সড়ক ও জনপথ বিভাগের দক্ষতা সম্পন্ন প্রকৌশলী গন। তাছাড়া টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রেখেছেন, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে বরাবরই থেকেছেন সোচ্চার কুষ্টিয়ার সওজ, সড়ক ও জনপদ বিভাগের বর্তমান প্রকৌশলী গন। কুষ্টিয়া সওজ, সড়ক ও জনপদ বিভাগে অনিয়ম ও দুর্নীতি মুক্ত করেছেন বর্তমানে প্রকৌশলীগণ মন্তব্য করেছেন কুষ্টিয়া জেলা সচেতন মহল। যাতে উন্নয়ন মূলক কর্মকান্ডে কোন রুপ অনিয়ম করতে না পারে সেদিকে মনোযোগ দিয়েছেন কুষ্টিয়া সওজ, সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলীগন। সরকরী নীতিমালা অনুযায়ী সবাই একযোগে কাজ করতে অনুপ্রাণিত হয়েছেন প্রকৌশলীগণ। কুষ্টিয়া জেলার সচেতন মহল সন্তোষ প্রকাশ করে আরো বলেছেন তাদের অফিসকে পুরোপুরি দুর্নীতি মুক্ত করেছেন এবং সেবা প্রদানে সদা প্রস্তুত থাকেন। যাতে করে সরকারী কাজের ব্যপক উন্নয়ন ঘটে। কুষ্টিয়া মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের কুষ্টিয়া অংশে নির্মাণ কাজ গুনগত মান সম্পন্ন হয়েছে। স্থানীয় জনগনের সাথে আলাপ করে জানা যায় যে, নির্ধারিত সময়ের মধ্যে গুনগত মান বজায় রেখে নির্মাণ কাজ করা হয়েছে। উক্ত অংশে কোন ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হয়নি বলেছেন কুষ্টিয়া জেলা সচেতন মহল।