1. dailybanglard@gmail.com : দৈনিক বাংলার দিগন্ত : দৈনিক বাংলার দিগন্ত
  2. info@www.dailybanglardigant.online : দৈনিক বাংলার দিগন্ত :
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "দৈনিক বাংলার দিগন্ত" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহত অত্যন্ত ৩,দগ্ধ ৩০ কুষ্টিয়ায় সেতু সংস্কারের ৬৫ লক্ষ টাকার কাজ সিডিউল মোতাবেক ও সরকারি নীতিমালা মেনে শেষ করেছেন সড়ক জনপদ কুষ্টিয়া জেলা সদর উপজেলা বিএনপির তরুণ নেতা হাজী মোঃ জয়নাল আবেদিন প্রধানকে সাধারণ সম্পাদক হিসেবে পেতে চাই উপজেলা বাসি ধোবাউড়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় মদসহ আটক ০১ ময়মনসিংহের তারাকান্দায় বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালক নিহত আত্মসমর্পণকারী কেএনএফ সদস্যদের পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী লালমনিরহাটে বাড়ছে পানি, পাঁচ উপজেলায় হতে পারে বন্যা সীতাকুণ্ডে ‘রাইজঅন’ শো রুম এর শুভ উদ্বোধন সম্পন্ন বারহাট্টা চিরুনি অভিযানে পাঁচজন আটক আদিতমারীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ; আহত ২ !

বারহাট্টা দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি মোঃ মোস্তাক আহমেদ ও সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল

  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

বারহাট্টা দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি মোঃ মোস্তাক আহমেদ ও সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল

মোঃ সাইদুল ইসলাম
বারহাট্রা উপজেলা প্রতিনিধি

দীর্ঘ ১১ বছর পর নেত্রকোনার বারহাট্টা উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যালটের মাধ্যমে ভোটে সভাপতি পদে চেয়ার প্রতীকে ১৬০ ভোট পেয়ে মোঃ মোস্তাক আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে ফুলবল প্রতীকে ১৯১ ভোট পেয়ে আলহাজ¦ আশিক আহমেদ কমল বিজয়ী হয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সর্বশেষ ২০১৪ সালে বারহাট্টা উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এর মধ্যে ২০১৯ সালে আহবায়ক কমিটি হলেও আর কোনো সম্মেলন করতে পারেনি দলটি। তারপর ২০১৯ সাল থেকে আহ্বায়ক কমিটি দিয়েই চলছে উপজেলা বিএনপির দলীয় কার্যক্রম। এরপর ২০২২ সালে বারহাট্টা উপজেলা বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কিছুক্ষণ আগে তৎসময়ে উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাশেম ও সাহতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চঞ্চলের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু নেতা কর্মী বিএনপির সম্মেলন মঞ্চে আগুন দিয়ে পুড়ে দেয়। পরবর্তীতে বারহাট্টা কারিগরী ও বাণিজ্যক কলেজের মাঠে সম্মেলন দেওয়ার কথা থাকলেও একই দিনে একই স্থানে যুবলীগের প্রোগ্রাম দেওয়া হয়। তাই বাধ্য হয়ে উপজেলা বিএনপি সম্মেলন স্থগিত করা হয়। তবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত জুলাই-আগস্টে হাসিনা সরকারের পলায়নের পর এবার উৎসব মুখর পরিবেশে সম্মেলন করছেন দলটির নেতাকর্মীরা। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সাতটি ইউনিয়নের ৪৯৭ জন ভোটারের মধ্যে ৪৮৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে মোঃ মোস্তাক আহমেদ (চেয়ার), মানিক আজাদ (হাতী), মোঃ রহমত আলী তালুকদার (মোটর সাইকেল), মোঃ রশিদ আলম তালুকদার (ছাতা), সাধারণ সম্পাদক পদে আলহাজ আশিক আহমেদ কমল (ফুটবল), মোঃ আক্কাস আলী (মাছ) ও মোঃ আরিফ উল্লাহ সোহেল (ঘোড়া) প্রতীকে প্রতিদ্ব ন্দ্বীতা করেন। এদের মধ্যে সভাপতি পদে চেয়ার প্রতীকে ১৬০ ভোট পেয়ে মোস্তাক আহমেদ বিজয়ী হন। তার প্রতিদ্ব ন্দ্বী প্রার্থী মানিক আজাদ হাতী প্রতীকে ১১৪, রহমত আলী তালুকদার মোটর সাইকেল প্রতীকে ১৪২ মোট ও রশিদ আলম তালুকদার ছাতা প্রতীকে ৬৯ ভোট পান। সাধারণ সম্পাদক পদে আলহাজ¦ আশিক আহমেদ কমল ফুটবল প্রতীকে ১৯১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্ব ন্দ্বী মোঃ আক্কাছ আলী মাছ প্রতীকে ১৭৪ ও আরিফ উল্লাহ সোহেল ঘোড়া প্রতীকে ১২০ ভোট প্রাপ্ত হন। এর আগে দুপুর ১২টার দিকে প্রথম অধিবেশনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র বারহাট্টা উপজেলা শাখার আহ্বায়ক মোঃ মোস্তাক আহমেদের সভাপতিত্ব ও জেলা বিএনপি’র যুগ্ম আহব্বায়ক এস.এম. মনিরুজ্জামান দুদুর সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন ঘোষনা করেন জেলা বিএনপি’র আহবায়ক ডা. আনোয়ারুল হক। এ সময় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। অন্যদের মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বারী ড্যানী, জেলা বিএনপি’র সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী, সম্মানিত সদস্য আরিফা জেসমিন নাহিন, সাবেক সভাপতি ও এমপি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট মোঃ মাহফুজুল হক, যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বিএনপি নেতা আনোয়ারুল হক রয়েল প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট