বরগুনায় মৃত্যু দন্ড প্রাপ্ত আসামী কে ৬ বছর পড়ে গ্রেফতার করেছে পুলিশ
মোঃ রুবেল মিয়া
বরগুনা জেলা প্রতিনিধি
বরগুনা জেলায় অনিক চন্দ্র নামে এক ব্যাক্তিকে অপহরনের পড়ে হত্যা করা হয়, হত্যা মামলার প্রধান আসামী মৃত্যু দন্ড প্রাপ্ত সালাউদ্দিন দীর্ঘ দিন যাবৎ পালিয়ে ছিলেন ভারতে এক পর্যায়ে তিনি ভারত থেকে দেশে ফিরে এসে এবং আত্মাগোপনে থাকে, গোপন সংবাদের মাধ্যমে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বরগুনার তালতলী থেকে যানা যায় আসামী সালাউদ্দিন বরগুনা জেলার ঢলুয়া ইউনিয়নের সাওার গাজির ছেলে পুলিশ জানায় ২০১৩ সালের ১৯ সেপ্টেম্বর বরগুনা পৌর শহরের থানা পাড়া নামক এলাকার বাশিন্দা সুবল চন্দ্র রায়ের ছেলে অনিক চন্দ্র বাসা থেকে বেড় হওয়ার পড়ে নিখোঁজ হন পরবর্তীতে তিনি আর বাসায় ফিরে আসেনি পড়ের দিন অপরিচিত একটি নম্বর থেকে ফোন আসে অনিকের বাবা সুবল চন্দ্র রায়ের কাছে এবং তার কাছে ৩ লাখ টাকা মুক্তি পন দাবি করা হয় তার কাছে, তাদের কথা অনুযায়ী টাকা নিয়ে গেলেও দেখা পান্নি তাদের, সুবল রায় বলেন ছেলের হত্যা কারিকে বরগুনার পুলিশ দীর্ঘ ৬ বছর পড়ে গ্রেফতার করেছে এতে আমি ও আমার পরিবার খুসি, এই আসামি বিরুদ্ধে মহামান্য আদালত যে রায় দিছে তা যেন অতি দ্রুত কার্যকর করা হয়.