কালিগঞ্জে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধূ নিহত
মাসুদ রানা নিরব,
লালমনিরহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় লিলিমা রানী (৩৫) নামে এক গৃহবধু নিহত হন। ২৪শে মে শনিবার বিকাল ৪ টার সময় ঐ উপজেলার মদাতী ইউনিয়নের খালিশা নামে গ্রামে দূর্ঘটনা টি ঘটেছে। ঐ মৃত ব্যক্তি সবজি বিক্রেতা কামির রায়ের স্ত্রী বলে জানা যায়।স্থানীয় ও পুলিশের সূত্রে জানা যায়, কালীগঞ্জ উপজেলার চামটাহাট-কালিগঞ্জ বাই পাছের সড়কে ধানের খর শুকাচ্ছিলেন গৃহবধূ লিলিমা রানী কামিরের স্ত্রী। সেই সময় কালিগঞ্জ থানার এক কনস্টেবল আসিক মিয়া একজন সঙ্গী নিয়ে চামটাহাট থেকে থানায় ফিরছিলেন। হঠাৎ ঐ কনস্টেবলের মোটরসাইকেলের সামনে পড়ে ধাক্কায় ছিটকে পড়ে যান মৃত লিলিমা রানী। এতে গুরুতর আহত হন এবং স্থানীয় বাসিন্দারা তাকে দূরত উদ্ধার করার পর বাড়িতে আনলে সেখানে তার মৃত্যু হয় এবং কনস্টেবল আসিক ও তার সঙ্গী আহত হলে মেডিকেলে ভর্তি করা হয় । তিনি তার সঙ্গী সহ চিকিৎসাধীন অবস্থায় আছে । কিন্তু ঘটনার বিষয়টি জানতে পেরে ঐ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সেলিম মালিক উপস্থিত হন এবং জনগণ ও নিহত ব্যক্তির পরিবারের সাথে আপোষ ও মিমাংসা করে লাশদাহ করার অনুমতি দেন।