২৪ মে কালিগঞ্জে চরমোনাইয়ের প্রধান রেজাউল করিম; আগমন উপলক্ষে নেতা-কর্মীদের মিছিলের মাধ্যমে আনন্দের ভাব প্রকাশ।
মাসুদ রানা নিরব,
লালমনিরহাট জেলা প্রতিনিধি
আগামী ২৪ শে মে রোজ শনিবার লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার বাজারে চরমোনাই পীর সাহেব সৈয়দ রেজাউল করিমের আগমন উপলক্ষে এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে । উক্ত সভার প্রধান অতিথি হিসেবে থাকবেন চরমোনাই প্রধান সৈয়দ রেজাউল করিম।এর প্রেক্ষিতে ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা আনন্দে মেতে উঠেছে এবং লালমনিরহাট জেলার কয়েকটি উপজেলায় মিছিলের মাধ্যমে তাদের আনন্দ ও খুশির ভাব প্রকাশ করছেন।
জানা যায়, গতকাল ২২ শে মে বিকালে কালিগঞ্জ উপজেলার ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা বিকাল ৩টা থেকে ৫টায় পর্যন্ত কাকিনা বাজার-তুষভান্ডার বাজার -কালিগঞ্জ উপজেলা পর্যন্ত মোটরসাইকেল ও সিএনজির রেলী গঠন করে মিছিল অনুষ্ঠিত করে। এছাড়া পাটগ্রাম উপজেলার পৌর বাজারে ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা একত্রে সংঘবদ্ধ হয়ে সন্ধ্যার পর পৌর বাজারে মিছিলের মাধ্যমে খুশিতে আত্মহারা হয়ে আনন্দের ভাব প্রকাশ করে। আজ ২৩ মে আবারো কয়েকটি উপজেলার ইউনিয়নে ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা মিছিলের আয়োজন করবে বিষয়টি জানা যায় এবং লালমনিরহাটের জেলার সংসদীয় আসনের প্রার্থী বলেন চরমোনাইয়ের সকল ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা সহ সকল লালমনিরহাট বাসীদের আহ্বান জানিয়ে উপস্থিত হয়ে দলে দলে উক্ত সভায় যোগদান করার অনুরোধ জানান।