মুন্সীগঞ্জে তিন তলায় জানালার গ্রীল কেটে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
মুন্সীগঞ্জের পঞ্চসার বসত বাড়ির তিন তলায় জানালার গ্রীল কেটে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৩৫লক্ষ টাকার মালামাল চুরির ঘটনা সংঘটিত হয়েছে।
মঙ্গলবার (২০ মে) দিবগত রাত ৩টার সময় তিন তলার জানালার গ্রিল ভেঙে ৮-১০ জন ডাকাত ঘরে প্রবেশ করে ঘরের মালিক আলমগীর হোসেন রুমে ঢুকে ঘুমন্ত অবস্থায় হাত পা বেঁধে ফেলে এ সময় তার ওপর আমানবিক নির্যাতন চলায় ডাকাত সদস্যরা। ঘরের সবাইকে জিম্মি করে ঘরে থাকা নগদ চার লক্ষ টাকা ২২ ভরি স্বর্ণ ও বেশ কয়েকটি মোবাইল নিয়ে যায় তারা।
তাদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে মাথায় আঘাত করে অজ্ঞান করে ফেলে আলমগীর হোসেনকে তিনি বলেন ঘুমন্ত অবস্থায় হঠাৎ করে আবার উপরে উঠে বসে চারজন সাথে সাথে তারা হাত-পা বেঁধে ফেলে এ সময় তাদের মুখে মুখোশ পরা ছিল তবে কাউকে চেনা যায়নি।
ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ গ্রামের গ্যাস অফিস সংলগ্ন সংলগ্ন বাসিন্দা মো. আলমগীর হোসেন প্রতিদিনের ন্যায় সোমবার রাত ১১টার দিকে খাবার খেয়ে তার ৩তলা বিশিষ্ট ভবনে সয়ন কক্ষে ঘুমিয়ে পরেন। ভোর রাত ৩টার দিকে তিন তলার জানালার গ্রিল কেটে ৮-১০ জন ১৮ থেকে ২০ বছর বয়সে কিশোর মুখোশ পরা অবস্থায় অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে আলমারিতে থাকা নগদ অর্থ স্বর্ণালংকার ও মোবাইল সেট নিয়ে যায় ও গুরুতর যখম করে আলমগীর হোসেনকে। তিনি বলেন ডাকাতরা আমার সব ডাকাতি করে নিয়ে গেছে। মুন্সিগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছি আমার ৩৫ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। ডাকাতদের শনাক্ত করে গ্রেফতার করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।
মুন্সীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।