বরগুনার সাবেক সংসদ সদস্য কে আদালতে তোলার সময় সাধারণ জনতার ডিম নিক্ষেপ.
মোঃ রুবেল মিয়া
বরগুনা জেলা প্রতিনিধি
যানা যায় বরগুনা ৫ বারের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু কে আজ বরগুনা জেলার আদালতে তোলা হয়, এ সময়ে সাধারণ মানুষ তার উপর ডিম নিক্ষেপ করেন, সাধারণ মানুষ তারা জানান তিনি বার বার ভোট কারচুপির মাধ্যমে বরগুনায় এমপি হয়েছিল, বরগুনায় কোনো ধরনের উন্নয়ন তিনি করতে পারেনি সরকারের দেয়া হাজার হজার কোটি টাকা তিনি বিদেশে পাচার করেছেন, এমনকি তার বউ ও ছেলে মেয়েদের নামে হাজার হাজার কোটি টাকার সন্ধান পেয়েছে দুদক যা আদালত কিছু দিন আগে জব্দের নির্দেশ দিয়েছিলেন, যানা যায় শম্ভু এমপি থাকা কালিন সময়ে তার আত্মীয় স্বজনের নামেও তিনি হাজার হাজার কোটি টাকা সরকারি ফান্ড থেকে নিয়েছেন, এমনি তিনি বরগুনায় একটি মাফিয়ার রাজত্ব কায়েম করতে চেয়েছিলেন, বিরোধী দলকে দমন, বিরোধী দলের অফিস ভাংচুর, বিরোধী দলের নেতা কর্মীদের উপর হামলা, এবং বিরোধী দলের নেতা কর্মীদের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি, ছিটা ফোটা উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা সরকারি ফান্ড থেকে লোপাট, দলীয় ভাবে চেয়ারম্যান ও মেম্বার, মেয়র কমিশনার বানিয়ে দেওয়ার নামে মোটা অংকের বানিজ্যই ছিল তার এক মাএ কাজ, এমন কোনো সরকারি অফিস আদালত রেহাই পায়নি শম্ভুর হাত থেকে, বলতে গেলে বরগুর স্বগষিত রাজা ছিলেন এই শম্ভু, ৫ ই আগষ্টের পড়ে তিনি চলে যান আত্মা গোপনে পরবর্তীতে তাকে ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় গত বছর ১১ নভেম্বর রাজধানীর উওরা থেকে তাকে গ্রেফতার করা হয়, আজকে তাকে বরগুনার আদালতে তোলার সময় সাধারণ জনতা তাকে লক্ষ করে ডিম ছুরে এবং স্লোগান দেন আদালতে নিলে বিচারক তাকে জেলা বিএনপির অফিস ভাংচুর ও বিষর্ফোনের মামলায় তাকে গ্রেফতার দেখানোর নির্দেশ দেন, যানা যায় গত ৩০ এপ্রিল শম্ভু সহ ১৫৮ জনের বিরুদ্ধে জেলা বিএনপির অফিস ভাংচুরের একটি মামলা হয়, এতে দুই একজন আসামি গ্রেফতার হলেও বাকিরা এখনো আত্মাগোপনে আছে.