বগুড়ায় এক হাজার পিস এম্পল মাদকসহ সহ দুইজন গ্রেপ্তার
বগুড়া শিবগঞ্জের মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র কর্তৃক ১০০০ পিস এম্পোল বুপ্রিনরপিন মাদকসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।আজ বৃহস্পতিবার বগুড়া শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের কাশিপুর গ্রামস্থ দি মুন হোমিও ফার্মেসির এর সামনে রংপুর টু ঢাকা গামী মহাসড়কের উপর চেকপোস্ট করাকালে ১০০০ পিস এম্পোল বুপ্রিনরপিন মাদকদ্রব্যসহ মো: ওমর ফারুক (৩৫), পিতা মো: আ: মান্নান, সাং-হাতিশাল ও মো: তাজিকুল ইসলাম (৩৬), পিং মো: আজাহার আলী, সাং কশিগাড়ি, উভয় থানা-নবাবগঞ্জ, জেলা-দিনাজপুর দ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিরুদ্ধে ১টা করে মামলা আছে। মামলা রজু প্রক্রিয়াধীন।