পাটগ্রাম সীমান্তে ভারতীয় নারী ও শিশুসহ ২০ জন পুশ ইন; আটক করে বিজিবি ।
মাসুদ রানা নিরব,
লালমনিরহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার গাটিরয়ারভিটা সীমান্ত সহ বিভিন্ন পয়েন্ট দিয়ে ভারতীয় ১১জন নারী ও ৭ জন শিশুসহ ২ জন পুরুষ মোট ২০ জন কে পুশ ইন করে ভারতীয় বিএসএফ। এরপর বাংলাদেশ বিজিবি বিষয় টি জানতে পেরে আটক করে ভারতীয় ঐ নাগরিকদের এবং পাটগ্রাম থানার প্রশাসনের হাতে তুলে দেয়। ঘটনাটি ঘটে গত রাত ২১ মে বুধবার পাটগ্রাম উপজেলার গাটিয়ারভিটা সীমান্তে এবং এ পর্যন্ত ভারতীয় ২০ জন নাগরিককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বলে, ভারতের কাটা তারের বেড়ার গেট দিয়ে তাদের পুশ ইন করে ভারতীয় বিএসএফ। ভারতীয়রা বাজারের দিকে রওনা হলে স্থানীয় লোকজন জিজ্ঞাসা করলে ভারত থেকে পাঠানোর কথা শিকার করে এবং খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদের ক্যাম্পে নিয়ে আসেন।প্রশাসনের সূত্রে জানা যায়, ভারতীয় ঐ সকল নাগরিকের বাংলাদেশের নাগরিকত্বা যাচাই-বাছাই চলছে,যে তারা আসলে বাংলাদেশের নাগরিক কি না। যাচাই কার্যক্রম শেষে যারা বাংলাদেশের নাগরিক তাদের পরিবারের কাছে পাঠানো হবে। এছাড়া যারা ভারতীয় নাগরিক বলে চিহ্নিত করা হবে তাদের বিষয় টি পরবর্তী উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। বর্তমানে আইনগত ভাবে প্রক্রিয়াধীন ব্যবস্থা চলছে।