আমরা প্রতিবাদী
সাইফুল ইসলাম সাঈদ
🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
মানুষ নামে
দুশমনের আঘাত হানে
আমার শ্রম চাষ হজমে ডাঙ্গর
কালো টাকার অর্থ-বিত্তে বোয়াল,হাঙ্গর
আর নয় অত্যাচারী তোমার আঘাত
আমরা করতে জানি প্রতিবাদ।
বেঈমানীর অপরাধে আজ অসয্য
সমকাল মানব জমিনে উদয়ন তরুণ সূর্য
মনের ভিতর আলোর কুনঞ্জ,
প্রাণে বাঁচার সাধ যদি রয়
মনে রাখিস ভয়
হে অত্যাচারী সেথা হবে তোর পরাজয়,
গা-গতরের তুলে নিবো ছাল
লাগাবো লবণ মরিজের ঝাল,
আর নয় অত্যাচারীর অপরাধ
আজ জেগে উঠেছে তরুণ সূর্যের প্রতিবাদ।
আমার শ্রমে খাদ্য খাস
আমার অর্থ উপার্জনে তোর ধরণীতে বসবাস
অথচ_আমারে করলি নিরাশ
ফের যদি অত্যাচারের নির্যাতন চালাস
পিটিয়ে তোকে করবো লাশ,
আর যেন না জাগে অত্যাচারের সাধ
গূমড়ে থাকা মানুষ আমরা করতে
জানি প্রতিবাদ।
🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
রচনা তাং_২৭/৪/২০১৮ ইং