রাজন কিবরিয়া ইব্রাহীম
ময়মনসিংহ জেলা প্রতিনিধি
আর তা তেই সৃষ্টি হয়েছে ময়মনসিংহ নগরীর বেশ কিছু এলাকায় ব্যাপক জলাবদ্ধতার। এতে চলাচলে ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এ নিয়ে নগর কর্তৃপক্ষ কে দায়ী করছেন ভুক্তভোগীরা।
ময়মনসিংহ নগরীতে মঙ্গলবার (২০ মে) সকালে ৪৫ মিনিট বৃষ্টি হয়াতে নগরী বেশ কিছু এলাকা জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতা সৃষ্টি হওয়া এলাকা গুলো হলো- নগরীর কৃষ্টপুর, ভাটি কাশর, চরপড়া , ধোবাখলা, আলিয়া মাদরাসা, নয়াপাড়া এলাকা। এসব এলাকায় হাটু পানি দিয়ে চলাচল করতে দেখা গেছে স্থানীয় বাসিন্দাদের।
তবে এর আগে সকাল ৯:৪৫ মিনিটে দিকে ময়মনসিংহ নগরীতে ভারি বৃষ্টি হয়। এ সময় নগরীর বাণিজ্যিক এলাকায় সি.কে ষুষ রোড/ ছায়াবানী সিনেমা হলের/ ত্রিশাল বাসস্ট্যান্ড কৃষ্টপুর /ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল / সিটি কর্পোরেশনের এলাকা সহ কাচিঝুলি
গোলাপজান রোড/ আনন্দ মোহন কলেজ রোড/ সহ নগরী বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।
তবে এসব এলাকার জমে থাকা পানি কয়েক ঘণ্টার মাঝে ধীরে ধীরে নেমে গেলেও নগরীর ভাটি কাশর, ধোবাখলা আলিয়া মাদরাসা, নয়াপাড়া এলাকায় বৃষ্টির পানি আটকে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
ভাটিকাশর এলাকার স্থানীয় বাসিন্দা নাম গুপন রেখে বলেন, বৃষ্টি যেন আমাদের ময়মনসিংহ নগরী বাসী জন্য একটা অভিশাপ সামান্য বৃষ্টিতে আমাদের ময়মনসিংহ বেশ কিছু এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। ড্রনে দুর্গদ্ধমাখা পঁচা পানি হাঁটু বা তার একটু কম পানি মারিয়ে চলতে হয় স্থানীয়দের। তিনি আরো বলে নগরীতে যে জলাবদ্ধতা দেখা গেছে, তা নগরবাসীর জন্য ব্যাপক ভোগান্তির কারণ। মনে হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পানি নিষ্কাশন ব্যবস্থা কাজ করছে না। বিষয়টি গভীরভাবে উপলব্ধি করে পদক্ষেপ নেওয়া উচিত।
এছাড়াও নগরীর নাটকঘলেন /বাশঁবাড়ী কলোনি এলাকায় সহ বেশ কিছু এলাকায় বৃষ্টির পানি আটকে বাসা-বাড়ি তে পানি উঠেছে বলে জানিয়েছেন ঐ সব এলাকায় স্থানীয় বাসিন্দারা। বাসাবাড়িতে পানি ঢুকে যাওয় ঐ সব এলাকায় রান্না করার মতো পরিস্থিতি ছিল না । টানা বেশ কিছুক্ষন বৃষ্টি হলে ভোগান্তির মাত্রা চরম পর্যায়ে পৌঁছে যাই। তারা বলেন ড্রেন দিয়ে ঠিকমতো বৃষ্টির পানি নামতে না পড়া কারনে এমন জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অনেক দিন ধরে ড্রেনগুলো পরিষ্কার না করা কারনে এমন জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে । ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমনা আল মাজীদ জলাবদ্ধতার কথা স্বীকার করে বলেন, নগরীর বেশ কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হলেও পানি নামতে শুরু করেছে। তিনি আরো বলেন নগর বাসী যত্রতত্র ময়লা ফেলার কারণে নগরীর ড্রেনগুলো ভরাট হয়ে পানি নিষ্কাশন ব্যবস্থায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে । তবে পানি যেনো দ্রুত নিষ্কাশন হয় তা নিয়ে আমরা কাজ করছি