বরগুনার ফুলঝুরিতে বিশাল আকারে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা
মোঃ রুবেল মিয়া
বরগুনা জেলা প্রতিনিধি
বরগুনা জেলার বরগুনা সদর উপজেলায় ১ নং বদরখালী ইউনিয়নের ফুলঝুরি বাজার সংলগ্ন ৫ নং ওয়ার্ডের পাতাকাটা গ্রামের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব নাজমুল আলমের বাড়ির সামনে এই ঘোড়ার দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়, কালের বিবর্তনে হারিয়ে জাওয়া ঘোড়ার দৌড় দেখার জন্য সাধারণ মানুষের মনে নাড়া দেয়, কারন এক সময়ে এই সব অঞ্চলে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা থাকলেও বর্তমানে তা হারিয়ে গেছে এই আনন্দ এখন কার ছেলে মেয়েরা বুজতে পারবে না কারন বর্তমানে ছেলে মেয়েরা পড়ে থাকে অন লাইন খেলাদুলা নিয়ে, তাই পিছনের দিনগুলো কে সামনে এনে সাধারণ মানুষ কে আনন্দ দিতে ১ নং বদরখালী ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোঃ রফিকুল ইসলাম শাহিন ও স্থানীয় ইউপি সদস্য জনাব মোঃ নাজমুল আলমের নেতৃত্বে এই প্রতিযোগিতার জন্য দুটি দলে মোট ৮ টি ঘোড়া অংশগ্রহন করেন যানা যায় স্থানীয় ঘোড়ার মালিক মোঃ রিপন হাং ও মোঃ স্বপন হাং কাছ থেকে ঘোড়া সংগ্রহ করে এই প্রতিযোগিতা চালানো হয়, দেখা যায় যে বহু বছর পড় এই ঘোড়ার দৌড় দেখার জন্য হাজার হাজার মানুষ চলে আসে মাঠে এবং পড় পড় ৩ দৌড় দেয়ানো হয় ৮ ঘোড়া দিয়ে এক পর্যায়ে ১ টি ঘোড়াকে বিজয়ী ঘোষণা করা হয়, ঘোড়ার দৌড় দেখতে আসা সাধারণ মানুষের কাছে জানতে চাইলে তারা বলেন এই প্রতিযোগিতা আগে হইতো এখন আর হয় না তাই বহু বছর পড় এই প্রতিযোগিতা দেখতে পেলাম এই কালচার যাতে হারিয়ে না যায় তাই প্রতি বছর এই ঘোড়ার দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হয়.