বরগুনায় নিখোঁজের ৩ দিন পড় যুবকের অর্ধ গলিত মরা দেহ উদ্ধার
মোঃ রুবেল মিয়া
বরগুনা জেলা প্রতিনিধি
বরগুনা জেলার বরগুনা সদর উপজেলায় খাজুরা গ্রামে ৩ দিন নিখোঁজ থাকার পড়ে নাঈম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে ২১ মে রোজ বুধবার সকালে এক ব্যাক্তি একটি কলা বাগানের পাস দিয়ে যাওয়ার সময় তিনি দেখতে পান অর্ধ গলিত অবস্থায় পড়ে আছে একটি লাস তখন তিনি স্থানীয় লোকজনদের খবর দেন খবর পেয়ে এলাকার লোকজন ছুটে আসলে মরদেহর সাথে থাকা শার্ট ও তাবিজ দেখে শনাক্ত করেন তা মা, তার মা গণমাধ্যম কর্মীদের জানান তার ছেলে মানসিক প্রতিবন্ধী ছিল, এলাকার লোকজন সেটা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোঃ জাহিদুল ইসলাম খবর পেয়ে সেখানে যান এবং দ্রুত প্রশাসন কে খবর দেন, এতে এলাকায় মানুষের মধ্যে শোক ছড়িয়ে পড়ে প্রশাসন আসার পড়ে লাসটি উদ্ধার করেন এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করেন, প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় কি ভাবে যুবকের মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পড়ে বলা যাবে.