মানবতাই শ্রেষ্ঠ ধর্ম
মুহাম্মদ দিলদার আলী সাগর
সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধ
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ, হিন্দু এবং অন্যান্য ধর্মের মানুষের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই কেমন আছেন, আশা করি মহান সৃষ্টিকর্তার উসিলাই সবাই ভালো আছেন আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ। আসুন আজকে মানবতা নিয়ে কিছু কথা বলি মানবতা হলো শ্রেষ্ঠ ধর্ম মানবতা দিয়ে পুরো পৃথিবী জয় করব পুরো পৃথিবীর সকল কষ্ট সকল দুঃখ সকল প্রেশানি সকল হতাশা সকল সমস্যা সমাধান করব ইনশাল্লাহ। আমরা একে অন্যকে ভালবাসবো শ্রদ্ধা করব সম্মান করব মানবতার কাজ করব। সমাজের অবহেলিত ও গরিব মানুষের সাহায্য করবো। এতিমদের পাশে দাঁড়াবো যৌতুক ও বাল্যবিবাহ বন্ধ করব। সকল অন্যায় সকল অন্যায় অপরাধ দমন করব।গরিব পরিবারের সাধ্যমতে সহযোগিতা করব। অসুস্থকে দেখতে যাব ও হেবাযত্ন করে পাশে দাঁড়াবো।ভিক্ষুককে ভিক্ষা দেব অনাহার কে আহার দেব ক্ষুধার্তকে খাদ্য দেব অসহায় কে সহযোগিতা করব। এছাড়াও সকল প্রকার মানবিক কাজ আমরা করে যাব ইনশাল্লাহ। আমাদের দেশ ও জাতির কল্যাণের জন্য কাজ করে যাব। সব সময় দেশ ও জাতির সেবা করব। পরিশেষে আল্লাহর দরবারে দোয়া চাই আমি যেন দেশজাতির সব সময় উপকার ও খেদমতে কাজ করতে পারি হে আল্লাহ আপনি আমাকে আমাদের সেই তৌফিক দান করুন আমীন সুম্মা আমিন।
লেখক মোহাম্মদ দিলদার আলী সাগর।