
বান্দরবানে দীর্ঘ ১৭ বছর পর ফার্নিচার ব্যবসায়ী সমিতির নিবার্চন
এলেক্স বড়ুয়া
বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবানে দীর্ঘ ১৭ বছর পর সুষ্ঠ ভাবে ফার্নিচার সমিতির নিবার্চন হয়।বান্দরবান ফানির্চার সমিতির নব নিবার্চিত সভাপতি মো ফরিদুল আলম ও সাধারন সম্পাদক মো কাশেম। বান্দরবান রোয়াংছরি বাস সেটশনে ভোটের কেন্দ্র নিধার্রন করা হয়। ভোট কেন্দ্রে সকল ফার্নিচার ব্যবসায়ীর সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। ভোট কেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক ছিল।ভোটাররা সকাল থেকে ভোট কেন্দ্রে সারিবদ্ধভাবে লাইনে দাড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। বান্দরবান ফার্নিচার সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য বৃন্দরা জানান উৎসবমুখর পরিবেশে এবং সুষ্ঠু ও সুন্দরভাবে সফল ভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।