বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ড.ইউনূসের সাক্ষাতের অনুরোধ প্রত্যাখ্যান করলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ
নিজস্ব প্রতিবেদক
দৈনিক বাংলার দিগন্ত
বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর দ্বিপাক্ষিক বৈঠকের অনুরোধ প্রত্যাখ্যান করেছে ফ্রান্স। ফলে ইউনূসের আগামী মাসে অনুষ্ঠেয় তৃতীয় জাতিসংঘ মহাসাগর সম্মেলনে অংশগ্রহণের জন্য নির্ধারিত ফ্রান্স সফর বাতিল করা হয়েছে।
ইকোনমিক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মাসে ফ্রান্সের নিস শহরে অনুষ্ঠেয় জাতিসংঘ মহাসাগর সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল অধ্যাপক ইউনূসের। এ সম্মেলনে যোগদানের পাশাপাশি বাংলাদেশ সরকার চেয়েছিল ম্যাক্রোঁর সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকের ব্যবস্থা করতে।
তবে ফ্রান্স সরকার দ্ব্যর্থহীনভাবে জানিয়ে দেয়, সম্মেলনে অংশগ্রহণকারী অনেক দেশই এরইমধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের অনুরোধ করেছে এবং সময়সূচিতে নতুন করে আর কাউকে অন্তর্ভুক্ত করা সম্ভব নয়। তারা জানায়, সম্মেলনের সময় দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের পরিকল্পনা নেই এবং ইউনূসের শুধু মহাসাগর বিষয়ক সম্মেলনেই অংশগ্রহণ করতে পারবে
ফরাসি কর্তৃপক্ষ আরও জানতে চেয়েছিল, এই বৈঠকের নির্দিষ্ট উদ্দেশ্য কী এবং কেন এটি প্রয়োজন। শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ হিসেবে বৈঠকের আয়োজন করতে তারা রাজি ছিল না।
ফ্রান্স-বাংলাদেশ বেসামরিক বিমান ক্রয় নিয়ে আগ্রহের কথা আগে উঠে এলেও, এ নিয়ে এখনও কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।
বাংলাদেশে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হয়ার পর দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থির হয়ে উঠেছে। সেই প্রেক্ষাপটে অধ্যাপক ইউনূস বিভিন্ন আন্তর্জাতিক নেতার সঙ্গে বৈঠকের চেষ্টা করে যাচ্ছেন, যাতে বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ইতিবাচকভাবে তুলে ধরা যায়।
গত মাসে ইউনূস থাইল্যান্ডে BIMSTEC (বঙ্গোপসাগরীয় বহুখাতীয় কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ) সম্মেলনের সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন। এটি ছিল মোদির সঙ্গে ইউনূসের প্রথম সরাসরি সাক্ষাৎ।
এই প্রেক্ষাপটে ফ্রান্স সফরটি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বৈশ্বিক কূটনৈতিক প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছিল, যা এখন ব্যর্থ হয়েছে বলে মনে করা হচ্ছে।