চট্টগ্রামের বিভিন্ন স্থানে বৃষ্টি ও হালকা ঝড়োহাওয়া
মোহাম্মদ ইউনুস
চট্টগ্রাম ব্যুরো প্রধান
চট্টগ্রামের বিভিন্ন স্থানে বৃষ্টি ও হালকা ঝড়ো হাওয়া বইছে। রহমত হিসাবে দেখছেন সকলে।আজ নগরীর বহদ্দারহাট মোড়, জিইসি,হাটহাজারী,রাউজান, সীতাকুণ্ড, মিরসরাই সহ বিভিন্ন স্থানে বৃষ্টি ও হালকা ঝড়ো হাওয়া বইছে।বিশেষ করে চট্টগ্রামের সব স্থান বৃষ্টির অভাবে রুক্ষ ও খড়া মোহনায় পরিনত হয়েছিলো। এই বৃষ্টি যেনো তারই অপুর্ণতা পূর্ন করেছে। সীতাকুণ্ডে প্রায় দু ঘন্টারো বেশি বৃষ্টি হচ্ছে! যার জন্য মানুষ মহান রব আল্লাহ র দরবারে শুকরিয়া আদায় করছেন। কারন প্রচুর গরমে মানুষ প্রায়ই অতিষ্ঠ! আর এর মধ্যে প্রচুর বৃষ্টি পুরো সমতল কে শীতল ও মমতাময়ী করেছে। যার ফলে মানুষ রবের দরবারে বিশেষ মোনাজাত সহ কৃতজ্ঞতা স্বীকার করেছেন। মাঝেমধ্যে বজ্রপাত, বিজলী চমকানো, হালকা ঝড়ো হাওয়া সহ পরিপূর্ণ বর্ষার আদলে বৃষ্টি হচ্ছে। যা তার খুদার্ত খাল বিল পুকুর ও ফসলি জমির জন্য এবং মাছের আনাগোনার জন্য সমৃদ্ধ রূপবৈচিত্র বটে!! পরিশেষে মহান রব আল্লাহ র দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি ধন্যবাদ সকলকে।।
সূত্র, চট্টগ্রাম জেলা।।