বরগুনায় বেতন বোনাস না পেয়ে শিশু ও গন শিক্ষা কার্যক্রমের শিক্ষক দের মানববন্ধন.
মোঃ রুবেল মিয়া
বরগুনা জেলা প্রতিনিধি
বরগুনা জেলার মসজিদ ভিওিক শিশু ও গন শিক্ষা কার্যক্রমের শিক্ষকরা মানববন্ধন করেন বরগুনা জেলা প্রসাসকের কার্যালয়ের সামনে, তারা যানান যে গত ৫ মাস যাবৎ দরে তারা কোনো বেতন পায়নি, মানববন্ধন কারীরা বলেন মসজিদ ভিওিক শিশু ও গন শিক্ষা কার্যক্রম সম্পন্ন ইসলামিক ফাউণ্ডেশনর আওতায় তাহলে কেন আমাদের বেতন বোনাস দিতেছেন না সামনে মুসলমানদের বড় দরনের একটি উৎসব রয়েছে তাছাড়াও আমরা যারা শিশু ও গন শিক্ষা কার্যক্রমে কাজ করি আমাদের এমনেই বেতন ভাতা কম তাহলে আমাদের সংসার কিভাবে চলে কারন আমরা তো এই পেশা ছাড়া অন্য কোনো পেশায় জড়িত নই তাহলে আমরা কি ভাবে সংসার চালাবো কি ভাবে ছেলেমেয়েদের লেখা পড়া করাবো বাচ্চাদের বই খাতা কিনবো দীর্ঘ ৫ মাস যাবৎ আমাদের অনেক সমস্যা হচ্ছে তাই আজকে বাদ্য হয়ে জেলা প্রসাসকের সামনে আমরা মানববন্ধন করতে বাদ্য হয়েছি, মাননীয় জেলা প্রসাসকের নিকট আকুল আবেদন জানিয়ে তারা ৫ দফার মাধ্যমে দাবি তোলেন, দাবিগুলো হলো ১, প্রকল্পটি দ্রুত অনুমোদন করতে হবে ২, ঈদুল আযাহার পূর্বে সকলকে বেতন বোনাস প্রদান করতে হবে,৩, প্রকল্পের সকল কে পদসহ রাজস্ব ভুক্ত করা ৪, সপ্তম পর্যায়ের জনবলকে অষ্টম পর্যায়ে রুপান্তরিত করা ৫, প্রতি মাসের প্রতি মাসে প্রধান করা.