হাতীবান্ধায় ভারি বর্ষণে ধান ক্ষেত পানিতে ডুবে যাওয়ায় শ্রমিকের দাম ৩ গুন বৃদ্ধি চিন্তায় কৃষক।
মাসুদ রানা নিরব,
লালমনিরহাট জেলা প্রতিনিধি
হাতীবান্ধায় ভারি বর্ষণে ধান ক্ষেত পানিতে ডুবে যাওয়ায় শ্রমিকের দাম ৩গুন বৃদ্ধি চিন্তায় পড়েছেন কৃষক।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় নদী সহ উত্তর বঙ্গের বৃহত্তম একটি দোলা রয়েছে। দোলাটির নাম খর্পদোলা।গত ৮দিন যাবত যেন বৃষ্টির নাই কোন শেষ । এদিকে ভারতীয় নালা ও উজানের পানিতে ডুবে যাচ্ছে সম্পূর্ণ দোলা তলিয়ে যাচ্ছে ধান। এদিকে শ্রমিক দাম বৃদ্ধিতে চলমান, ১বিঘা জমি ২৫০০ হাজার টাকা থেকে ৪০০০ দাম বৃদ্ধি।কোন জায়গায় এমন দাম যে ৭০০০টাকা পর্যন্ত বেড়ে গেছে। বর্তমান ধানের বাজার স্বল্পতা হওয়ায় এত দামে ধান কেটে বাড়িতে নিয়ে আসলে এক টাকাও লাভের আশা নাই।এ কারণে চিন্তায় ভুগছেন কৃষক হাসছেন শ্রমিক।শ্রমিকের তথ্য মতে, প্রচুর বৃষ্টি হওয়ার কারনে অনেক কষ্ট করে ধান ভারে অনেক দূরবর্তী এলাকা থেকে আনতে হয়।এমন কি এদিকের মাটি এতোটাই পিচ্ছিল যে যেকোনো সময় দূর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। কোনো কোনো জায়গায় পানি এতোই বেশি না দেখে পা ফেলতে হয় এবং ধান ক্ষেতে রক্ত খেকো জোগের ভিরে ধান কাটতে হয়।তাই সব কিছু কে সামনে রেখে শ্রমিকের দাম বৃদ্ধি করা হয়।