লেপআরসি ফিজিওথেরাপি ও রিহ্যাব সেন্টার-চট্টগ্রামের অনন্য সেবামূলক প্রতিষ্ঠান
মোহাম্মদ ইউনুস
চট্টগ্রাম ব্যুরো প্রধান
চট্টগ্রাম জেলার অন্যতম সেবামূলক প্রতিষ্ঠান লেপআরসি ফিজিওথেরাপি ও রিহ্যাব সেন্টার। যা চট্টগ্রাম তথা সমগ্র বাংলাদেশের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ মেধাবী ফিজিওথেরাপিস্ট ডাক্তারদ্বারা পরিচালিত বহু সেবা ভিত্তিক প্রতিষ্ঠান।এটি চট্টগ্রামের প্রাণকেন্দ্র চট্টগ্রাম মেডিকেলের মেইন গেইটের উত্তর পার্শ্বে, খান ভিলা নীচতলা, প্লট ১৫১, ব্লক এইচ, পাঁচলাইশ চট্টগ্রাম এ অবস্থিত। অত্যন্ত মনোরম ও আধুনিক পরিবেশে এই ফিজিওথেরাপি ও রিহ্যাব সেন্টার অবস্থিত। দক্ষ অভিজ্ঞতা সম্পন্ন অত্যাধুনিক টেকনোলজি ব্যবহার করে সরকারি হাসপাতালের দক্ষ অভিজ্ঞতা সম্পন্ন পুরুষ মহিলা ফিজিওথেরাপিস্ট দ্বার সেবা প্রদান কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে।লেপআরসি ফিজিওথেরাপি ও রিহ্যাব সেন্টারের সেবাসমূহ যথাক্রমে,
*সকল রকম বাত রোগ (আথ্রাইটিস)
*কোমরের ব্যথা, হাঁটুর ব্যাথা, ঘাড়ের ব্যাথা ও বিভিন্ন জয়েন্টের ব্যাথা।
*স্ট্রোক ও সকল প্রকার প্যারালাইসিস রোগ
*স্নায়ুরোগ, শিশুদের শারীরিক ও মানসিক রোগ
*মাংসপেশির রোগ
*হাড়ের ক্ষয়রোগ ও অস্টিওপরোসিস
সহ প্রভূতি উল্লেখযোগ্য।।এছাড়াও এখানে আবাসন ব্যবস্থা অত্যন্ত উন্নত ও আধুনিক পরিবেশ বিদ্যমান রয়েছে।
রাত দিন ২৪ ঘন্টা রোগির সেবায় নিয়োজিত থাকে এই প্রতিষ্ঠান।হোম সার্ভিস ও আবাসিক সু ব্যবস্থা গ্রহন করার জন্য আজই যোগাযোগ করুন এই মোবাইল নম্বর সমূহ তে,,
01613-962744,
01813-962744.
পরিশেষে সবার প্রতি বিনীতভাবে অনুরোধ বা শুভেচ্ছা জানিয়েছেন প্রতিষ্ঠানের প্রধান, বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক বিশিষ্ট সফল ফিজিওথেরাপিস্ট জনাব মোহাম্মদ নাসির উদ্দীন সাহেব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সবাইকে দ্রুত এ ধরনের অসাধারন প্রতিষ্ঠানের সেবা গ্রহন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছেন।
সূত্র, দৈনিক বাংলার দিগন্ত চট্টগ্রাম জেলা।।