বরগুনার বিভিন্ন নদী থেকে অবৈধ ভাবে ধরা হচ্ছে মাছের রেনু পোনা
মোঃ রুবেল মিয়া
বরগুনা জেলা প্রতিনিধি
বরগুনা জেলা একটি ঐতিহ্য বাহী পুরনো জেলা এই জেলার আসেপাশে বয়ে গেছে অনেক নদী এর ভিতরে উল্লেখ যোগ্য নদী হলো বিশখালী নদী পায়রা নদী ও খাকদোন নদী, এই নদী দিয়েই সারা বাংলার প্রায় মানুষের মাছের চাহিদা পূরন করা হয় বর্তমানে বিভিন্ন নদীর পাসে গিয়ে দেখা যায় জেলেরা অবৈধ ভাবে নেট জাল, বেন্দী জাল ও কারেন জালের মাধ্যমে মাছের রেনু পোনা দরছে যা আইন অনুযায়ী অপরাধ কিন্তু এরা এ কাজ দিনের পড় দিন চালিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে এক এক জন জেলে দিনে লক্ষ লক্ষ মাছের রেনু পোনা মেরে ফেলছে ও দংশ করে ফেলছে, বিশেষ করে গলদা চিংড়ির রেনু,বাগদা চিংড়ির রেনু,ইলিশ মাছের রেনু,তপসী মাছের রেনু পোয়া মাছের রেনু সহ বিভিন্ন মাছের রেনু পোনা মেরে ফেলছে জেলেরা, এই মাছের রেনু পোনা মেরে ফেলার কারনে মাছ কেনা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে, বরগুনা সদর উপজেলার ১ নং বদরখালী ইউনিয়নের গুলিসাখালী বাজারের পাসে শত শত জেলেরা এর সাথে জড়িত আছে, এবং এই অপরাধ মূলক কাজ চালিয়ে যাচ্ছে, স্থানীয় সাধারন মানুষের কাছে জানতে চাইলে তারা বলেন, দিনের পড় দিন এই অপরাধ মূলক কাজ চালিয়ে যাচ্ছে জেলেরা, তাদের নিষেদ করলেও তারা শোনেনা চুরি করে হলেও তারা এই কাজ করে, পরবর্তীতে তারা বলেন আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই মাছের রেনু ধরা থেকে বিরত থাকে জেলেরা, কারন এই মাছের রেনু বড় হলে আমাদের মাছের চাহিদা পূরন হবে এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা হাতের নাগালে থাকবে.