বরগুনায় অটো গাড়ি সহ ২ চোরকে আটক করেছে পুলিশ
মোঃ রুবেল মিয়া
বরগুনা জেলা প্রতিনিধি
বরগুনা জেলার বরগুনা সদর উপজেলার পুরাকাটা ফেরিঘাট এলাকা থেকে ২ জন অটো চোরকে অটো সহ আটক করেছে বরগুনা সদর থানার পুলিশ, যানা যায় তারা সেভেন আপ এর সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে অটো ড্রাইভার আলমগীর হোসেন কে পান করিয়ে অচেতন করে তার কাছ থেকে অটো গাড়ি নিয়ে পালিয়ে যাচ্ছিলেন, এ সময়ে গোপন তথ্যর মাধ্যমে তাদের কে গ্রেফতার করেন বরগুনা থানা পুলিশ, গ্রেফতারের পড়ে তাদের কে জিজ্ঞাসাবাদ করলে আরো অন্য চোরদের তথ্য দেন তারা, পুলিশ বলেন অন্য চোরদের কে গ্রেফতার করার জন্য অভিযান পরিচালনা করা হবে, পরবর্তীতে চোরদের কে আদালতে পাঠানো হয়, যে সকল চোরদের কে গ্রেফতার করা হয়েছে তারা হলেন ১ নামঃ শাহাদাত হোসেন, পিতার নাম মাহমুদউল্লাহ, গ্রাম বকশিরহাট, থানা সেনভাগ, জেলা নোয়াখালী, ২ লিটন সরকার, পিতা মোসলেম মিয়া, গ্রাম শিবপুর, থানা মুক্তাগাছা, জেলা ময়মনসিং.