কবিতা বিনাশ করে
লেখক মোঃ সাইদুল ইসলাম
ঝাড়ি মারে হুমকি দিয়ে
জুলুম করে সাথে,
নাম দেহানি শাসন করে
লাথি মারে দুস্ত মানবের পেটে।
দিন মজুরির জীবন কাটে
অনেক ভয়ে,
স্বৈরাচার অত্যাচারে
কুলি কাধের জীবন যায় বিফলে।
ক্ষনিকের দাপট হয়নি চিরস্থায়ী
ও স্বৈরাচারী দাপট!
পাপের সাগর পূর্ণ হলে
দেখো তুমি পালাবে দেশ ছেড়ে।
হারায় তার মনের সাধ
আঘাত পেলে স্বার্থে,
সবার মুখে ভাষা হয়
নরকে তার জীবন কাটে।
ভয় গুলো পিছে দিয়ে
দাঁড়াবে তখন রুখে,
মায়ার দোয়ার বন্ধ করে
ছুটবে তখন রাজপথে
লোহার কপাট ভেঙে দিয়ে
সুখের প্রসাদ গড়বে।