ওয়ার্ল্ড ব্যাংক থেকে প্রতারণা'র শিকার
মোঃ সাইফুল ইসলাম সাঈদ
রংপুর বিভাগীয় ব্যুরো
বাংলাদেশ,শেরেবাংলা নগর, আগারগাঁও,ই-৩২,সৈয়দ মাহাবুব মোর্শেদ এভিনিউ,বল্ক নং-৪,ঢাকা-১২০৭। উপরোক্ত ঠিকানার নামকরণের 'দারিদ্র বিমোচনে প্রকল্পের আওতায়'_ ক্ষুদ্র ঋণ প্রকল্পে আবেদন করিয়ে,ব্যাংক চার্জ/ব্যাংক থেকে টাকা উত্তোলন খরচা হিসেবে 'শত:শত' হাজার টাকা জনগণের নিকট রকেট,বিকাশ,নগদ,উপায়ের মাধ্যমে হাতিয়ে নিচ্ছে,জনগণ পাচ্ছে না লোন। এবিষয়ে 'জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন', ঠাকুরগাঁও শাখার আহবায়ক,'দৈনিক ঘোষণা' পত্রিকার জেলা প্রতিনিধি,' দৈনিক বাংলার দিগন্ত' অনলাইন পেট্রোল নিউজের রংপুর বিভাগীয় ব্যুরো সাইফুল ইসলাম সাঈদ,ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধি নিকট প্রশ্নবাদ করা হলে উল্টো সাইফুল ইসলাম সাঈদ কে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। তিনি ০১৮৩৪০৪৯৭৩৮ এই নম্বরে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন এবং সংরক্ষিত রয়েছে হোয়াটসঅ্যাপ রেকর্ড।