বরগুনা সদর উপজেলায় দোকানে আগুন লেগে পুড়ে ছাই মালিকের আহাজারি
মোঃ রুবেল মিয়া
বরগুনা জেলা প্রতিনিধি
বরগুনা জেলার বরগুনা সদর উপজেলার ২ নং গৌরীচন্না ইউনিয়নের কালাইমুদাফাত গ্রামে ফয়সাল মুন্সির দোকানে শুক্রবার রাত আনুমানিক ১০ টার দিকে আগুন লাগে এলাকা বাশি জলন্ত আগুনের টের পেয়ে ছুটে আসে এবং পাসেই থাকা ডোবা দিয়ে পানি উঠিয়ে আগুন নিভানোর চেষ্টা করে, কিন্তু আগুন নিভাতে নিভাতে দোকানটি পুড়ে ছাই হয়ে যায়, এ দৃস্য দেখার পড়ে আহাজারি দিতে থাকেন ফয়সাল মুন্সি, তিনি বলেন এটা একটি পূর্ব পরিকল্পিত কারন আমাদের জমি জমা নিয়ে ঝামেলা আছে সেই কারনেই দোকান ঘরে আগুন দেয়া হয়েছে পেট্রোল দিয়ে কারন আমার দোকানে কারেন্ট অথবা কোনো গ্যাস ছিল না যে সেখান থেকে আগুন লাগবে, এই দোকান দিয়ে আমাদের সংসার চলে আজ থেকে আমি পথের ফকির হয়ে গেলাম সংসার চালানোর মতো কিছুই নেই এখন আমার কাছে, এই ঘটনার বিচার চাই বরগুনার প্রশাসনের কাছে তারা যেনো দোশি কে খুজে বেড় করে শাস্তির আওতায় আনে.