বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
জিহাদ কাজী
স্টাফ রিপোর্টার বগুড়া
শনিবার (১৭ মে) রাত ৮ টার দিকে শহরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।এসব তথ্য নিশ্চিত করেছেন ডিবির অফিসার ইনচার্জ ইকবাল বাহার।
পুলিশ জানায়, গ্রেপ্তার আক্তারুজ্জামান আনিস বগুড়া আওয়ামী লীগের ১১ নম্বর ওয়ার্ডের সভাপতি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন করতে আখতারুজ্জামান আনিস সক্রিয় ভূমিকা পালন করেন। ৫ ই আগস্টের পর সে আত্মগোপনে ছিল শনিবার রাত ৮টার দিকে ঠনঠনিয়া বাস স্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। ডিবি রশি ইকবাল বাহার জানান তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে সেগুলো যাচাই-বাছাই চলছে।