পটুয়াখালী বাউফল উপজেলায় তেতুলিয়া নদী ভাঙ্গনে টেকসই বেরিবাদ চাই
মোঃ ইমরান হোসাইন পটুয়াখালী জেলা প্রতিনিধি,
পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধানদী অগ্রামের মানুষ। খুব হতাশায় ভুগতেছে নাজিরপুর ইউনিয়নের কচুয়া, বড় ডালিমা, ছোট ডালিমা, বাদরপুর, ধানদী, নিমদী ও রায় তাঁতেরকাঠী গ্রামের প্রায় ১৫ কি.মিটার এলাকা ভাঙ্গন মুখী হওয়ায় ইতিমধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে হাজার হাজার একর ফসলি জমি, শত শত ঘরবাড়ী ও শিক্ষা প্রতিষ্ঠানসহ ঐতিহাসিক গুরুত্বপূর্ন সব স্থাপনা। ফলে দিনদিন পাল্টে যাচ্ছে এ ইউনিয়নের মানচিত্র। ভাঙ্গনের কবলে পড়া অসহায় মানুষগুলো স্থান
নিয়েছেন রাস্তার পাশে কিংবা পরিত্যাক্ত কোন সানে। ভূমিহীন এ সব পরিবার এখন নিয়েছেন রাস্তার পাশে কিংবা পারত্যাক্ত কোন স্থানে। এখন মানবেতর জীবন যাপন করছেন। এছাড়া ভাঙ্গনের ঝুঁকিতে রয়েছে নিমদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধানদী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, ধানদী কামিল মাদ্রাসা, ইউনিয়ন পরিষদ ভবন, দক্ষিন ধানদী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কমিউনিটি স্বাস্থ্য কমপ্লেক্স। তাই সকলের দাবি একটাই তেতুলিয়া নদী টেকসই বেরিবাদ চাই আমাদের নাজিরপুরের মানচিত্র রক্ষা করতে চাই।তাই নাজিরপুর ইউনিয়ন সকলের দাবি যে তারা তারাতারি তেতুলিয়া নদী টেকসই বেরিবাদের জানাই এলাকা বাসি।